কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ এপ্রিল ২০২০

832
0
current affairs

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে কোভিড-১৯-এর দাপট অব্যাহত৷৷ এর সংক্রমণ হয়েছে ২৩,৭৯,৯৭৫ জনের, মৃত্যু হয়েছে ১,৬৩,৯২১ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৯,১০০ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ ইউরোপে ১,০১,৪৯৩ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ ইতালি, স্পেন, ফ্রান্স ও স্পেনে যথাক্রমে ২৩ হাজার, ২০ হাজার, ১৯ হাজার ও ১৬ হাজার জনের মৃত্যু হয়েছে৷ এরই মধ্যে নোবেল পুরস্কারজয়ী ফরাসি বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের দাবি, মারণ ভাইরাসটির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য লক্ষ করা গেছে যা প্রাকৃতিক ভাবে সৃষ্টি হতে পারে না৷ তিনি এজন্য চিনের উহান ভাইরাস গবেষণাগারের দিকে আঙুল তুলেছেন৷ এদিন চিনের বিরুদ্ধে তোপ দেগেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ করোনা ভাইরাস সংক্রমণ যদি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয় তাহলে তার পরিণতির জন্যও প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ ব্রিটেন বলেছে, চিনের সঙ্গে তাদের বাণিজ্য আর আগের মতো রাখা সম্ভব নয়৷ জাপান বলেছে, তদের ব্যবসায়ীরা চিনের ইউনিট জাপানে প্রতিষ্ঠা করতে চাইলে বিশেষ সুবিধা মিলবে৷

 

জাতীয়

  • দেশে করোনায় একদিনে আক্রান্ত হলেন ১৩২৪ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১৬,১১৬৷ মৃতের সংখ্যা ৫১৯৷ মহারাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে হল যথাক্রমে ৩৬৫১ এবং ২২১৷ তেলেঙ্গানা তাদের রাজ্যে লকডাউন বাড়িয়ে দিল ৭ মে পর্যন্ত৷ মধ্যপ্রদেশে ৭০ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ দিল্লিতে ১৮৬ জন ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ল যাঁদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি৷ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন চিকিৎসক আক্রান্ত হলেন৷ রাজ্যে ১৯৮ জন এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন৷

 

বিবিধ

  • অনলাইনে কেবল অত্যাবশ্যক পণ্য কেনাবেচা যাবে বলে জানাল কেন্দ্রীয় সরকার৷ গত ১৫ এপ্রিল এক নির্দেশিকায় অনলাইনে কেনাবেচার ভোগ্যপণ্যগুলিও থাকার কথা জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যা এদিন প্রত্যাহৃত হল৷

 

খেলা

  • করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে আফ্রিকান চ্যাম্পিয়ন লিগ ও কনফেডারেশন কাপের ম্যাচ স্থগিত রাখল আফ্রিকান ফুটবল ফেডারেশন৷
  • মার্চ মাসে ফুটবল লিগ বন্ধ ছিল তুর্কমেনিস্তানে এবার তা চালু হল৷ দর্শকদের উপস্থিতিও বন্ধ করা হয়নি৷ প্রসঙ্গত, এদেশে এখনও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি৷