কারেন্ট অ্যাফেয়ার্স ১ মে ২০২০

377
0

আন্তর্জাতিক

  • কোভিড-১৯ সংক্রমণে গোটা বিশ্বে ২,৩৮,১৬৩ জনের প্রাণহানি হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫,৯২০ জন৷ আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১০,৭১,৯৮৯ জন৷ মাত্র একদিন আগেই মার্কিন গোয়েন্দা সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছিল কোভিড-১৯ মানুষের তৈরি এমন কোনো প্রমাণ তাঁরা পাননি৷ এদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন উহানের ভাইরোলজি প্রতিষ্ঠানে ওই ভাইরাসের উৎপত্তি এমন প্রমাণ তাঁর হাতে আছে, যদিও কোনো প্রমাণ তিনি দেননি৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংক্রমণে ৬৫,৭৭৬ জনের মৃত্যু হয়েছে৷ ইতালি, ব্রিটেন, স্পেন, ফ্রান্স এবং ব্রাজিলে যথাক্রমে ২৮,২৩৬, ২৭,৫১০, ২৪,৮২৪, ২৪,৫৯৪ ও ৬,৪১২ জনের মৃত্যু হয়েছে৷ জার্মানি, ইরান ও চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা যথাক্রমে ৬,৭৩৬, ৬,০৯৯ এবং ৬,৪১২৷ বেলজিয়াম, কানাডা, নেদারল্যান্ডসে যথাক্রমে ৭,৭০৩, ৩,৩৯১, ৪,৮৯৩ জনের মৃত্যু হয়েছে৷

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,৩৬৫ জন৷ মৃত্যু হয়েছে ১,১৫২ জনের৷ এই পরিস্থিতিতে দেশে ৪ মে থেকে ১৭ মে পর্যন্ত তৃতীয় দফায় লকডাউনের সময় বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷ এক্ষেত্রে গ্রিন জোন, অরেঞ্জ জোন এবং রেড জোনে কিছু ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে৷ কন্টেনমেন্ট জোনকে কঠোরভাবে বিধিনিষেধের আওতায় রাখা হচ্ছে৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে আন্তঃরাজ্য বিশেষ ট্রেন চালানো শুরু হল৷ গত ২২ মার্চ থেকে পণ্যবাহী ও সামরিক ট্রেন ছাড়া রেল চলাচল বন্ধ ছিল৷ রাজস্থানের কোটা থেকে ২,৩৬৮ জন পড়ুয়াকে ১০১টি বাসে পশ্চিমবঙ্গে ফেরানো হল৷

 

বিবিধ

  • নতুন অর্থবর্ষের প্রথম মাস গোটাটাই কেটেছে লকডাউন অবস্থায়৷ এই সময়ে একটি গাড়িও বিক্রি হয়নি দেশে৷ গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা বলল, এই প্রথম এই পরিস্থিতির মুখোমুখি হল তারা৷ তবে গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে কিছু গাড়ি রপ্তানি করা হয়েছে৷ লকডাউনে দেশের সংবাদপত্রও বিপুল ক্ষতির মুখ দেখেছে৷ এই অবস্থায় সরকারি ত্রাণের দাবি জানাল ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি৷

 

খেলা

  • চলতি মাসের শেষের দিক থেকেই পর্তুগালে দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল লিগ শুরুর কথা জানালেন পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা৷ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারোও দেশের অর্থনীতির হাল ফেরাতে ফুটবল ফিরিয়ে আনার বার্তা দিলেন৷
  • আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত৷ ২০১৬ সালের অক্টোবর মাস থেকে ভারত ওই স্থানে ছিল৷ এখন প্রথম তিনটি স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত৷