কারেন্ট অ্যাফেয়ার্স ৫ মে ২০২০

588
0
12th September Current Affairs

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের দাপট৷ ৩৬,৯৫,৪১৭ জন আক্রান্ত হয়েছেন, ২,৫৫,৭৯২ জনের মৃত্যু হয়েছে এই সংক্রমণে৷ মৃতদের ৮৫ শতাংশই ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৭০ হাজার ও ইতালিতে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিড-১৯ সংক্রমণে৷ এদিকে ইজরায়েলের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল রিসার্চ দাবি করল, কোভিড-১৯-এর মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে তারা সমর্থ হয়েছে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এদিন বায়োটেক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা-র সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত জানাল৷ করোনার প্রতিষেধক সফল হলে তা এই যৌথ উদ্যোগে ব্রিটেন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশগুলিতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

 

জাতীয়

  • দেশে একদিনে কোভিড-১৯ ভাইরাসে ৩,৮৭৫ জন আক্রান্ত হলেন ও ১৮৪ জনের মৃত্যু হল৷ এর আগে এই সংক্রমণে একদিনে গত ১ মে ৭৭ জনের মৃত্যু হয়েছিল৷ দেশে বর্তমানে ৪৬,৭১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১,৫৮৩ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। দেশে ৩০টি সংস্থা করোনার প্রতিষেধক অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক জানাল, আগামী জুলাই মাসে জয়েন্ট এবংনিট পরীক্ষা নেওয়া হবে৷

 

বিবিধ

  • পেট্রোলে প্রতি লিটারে ২ টাকা উৎপাদনশুল্ক এবং ৮ টাকা রোড সেস বাড়িয়ে দিল কেন্দ্রীয় পরোক্ষকর পর্ষদ৷ ডিজেলে তা যথাক্রমে ৫ এবং ৮ টাকা৷ তবে এজন্য বিক্রয়মূল্য বাড়বে না বলে দাবি করল কেন্দ্রীয় সরকার৷ তেলসংস্থাগুলি তা মেটাবে বলে জানানো হয়েছে৷
  • ফিচারফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার জিতলেন জম্মু ও কাশ্মীরের ৩ জন চিত্রসাংবাদিক দার ইয়াসিল, মুখতার খান এবং ছান্নি আনন্দ৷ তাঁরা ৩ জনই অ্যাসোশিয়েট প্রেসে কর্মরত৷ কাশ্মীরের ছবি তুলে এই পুরস্কার পেলেন তাঁরা৷

 

খেলা

  • হ্যান্ড্রেড ক্রিকেট প্রতিযোগিতা এক বছর পিছিয়ে দিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড৷ এই অভিনব ক্রিকেটে প্রতি ইনিংস হয় ১০০ বলের৷
  • ক্রিকেটে বল বিকৃতি বন্ধ করতে বলের একদিকের ওজন বেশি রাখার পরামর্শ দিলেন বিশ্ববিখ্যাত লেগস্পিনার শেন ওয়ার্ন৷