কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মে ২০২০

622
0
daily current affairs

আন্তর্জাতিক

  • অ্যামাজন অরণ্যে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মধ্যে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে বলে জানা গেল৷ ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর দেশের অর্ন্তগত অ্যামাজনের সীমান্তের প্রত্যন্ত এলাকাগুলিতেও সংক্রমণ ছড়িয়েছে৷ এরমধ্যে এমন স্থান রয়েছে যেখানে সড়কপথে যোগাযোগ করা যায় না, ভরসা নদীপথ৷ সেখানে দ্রুত হাসপাতাল গড়ার সিদ্ধান্ত জানাল পেরু৷ পেরুতে সবমিলিয়ে করোনায় আক্রান্ত ৮৮,৫৪১ জন৷ মৃত্যু হয়েছে ২,৫২৩ জনের৷ বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭,৭৬,৪০৯ জন৷ মৃত্যু হয়েছে ৩,১৫,৫৭৬ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ৯০,৭২৪ জনের মৃত্যু হয়েছে করোনায়৷
  • ইজরায়েলে তেল আভিবে চিনা রাষ্ট্রদূত তু ওয়েই-এর মৃত্যু হল রহস্যজনক ভাবে৷ ভার্জিনিয়ার বাসভবন থেকে উদ্ধার হল মৃতদেহ৷ কোনো আঘাতের চিহ্ন মেলেনি ৫৭ বছর বয়সী তু-এর দেহে৷

 

জাতীয়

  • সমাপ্ত হল তৃতীয় দফার লকডাউন৷ দেশে এর পর আরও ২ সপ্তাহ বাড়ানো হল লকডাউন৷ ৩১ মে পর্যন্ত বিমান ও রেলচলাচল বন্ধ থাকলেও আন্তঃরাজ্য বাস চলাচলে অনুমতি দিল কেন্দ্রীয় সরকার৷ কন্টেনমেন্ট এলাকা বাদে অন্যত্র নিয়ম শিথিল করা হয়েছে৷ সর্বত্রই সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নৈশকারফিউ চলবে বলে জানানো হল৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ডসংখ্যক ৪,৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ দেশে মোট ৯০,৯২৭ জন সংক্রমণের কবলে পড়েছেন৷ মৃত্যু হয়েছে ২,৮৭২ জনের৷ পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ২,৬৭৭ জন, অ্যাক্টিভ আক্রান্ত ১,৪৮০ জন৷ রাজ্যে করোনায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে, কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷
  • বঙ্গোপসাগরে ঘনীভূত অতিপ্রবল ঘূর্ণিঝড় “উমপুন” (উচ্চারণভেদে আমফান) পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে বলে সতর্ক কররল আবহাওয়া দপ্তর৷ দিঘা থেকে ১১৩০ কিমি দূরে অবস্থান করছে তা৷

 

 

বিবিধ

  • জিয়োপ্ল্যাটফর্মের ১.৩৪ শতাংশ অংশীদারি ৬,৫৯৮.৩৮ কোটিটাকায় কিনল মার্কিন ইকুইটি সংস্থা জেনারেল আটলান্টিক৷ ৪ সপ্তাহে সংস্থার ১৪.৮ শতাংশ শেয়ার বিক্রি করে ৬৭,১৯৪.৭৫ কোটি টাকা আয় করল মুকেশ অম্বানীর জিয়ো প্ল্যাটফর্ম৷

 

 

খেলা

  • দেশে চতুর্থ দফার লকডাউনে স্টেডিয়ামে খেলার ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার৷ তবে দর্শকদের প্রবেশাধিকার থাকছেনা স্টেডিয়ামে৷