পূর্বরেলে হাওড়া ডিভিশনে ৪০ নার্সিং স্টাফ, ১০ মেডিকেল প্র্যাক্টিশনার নিয়োগ

922
0
12th September Current Affairs

পূর্বরেলের হাওড়া ডিভিশনের জন্য কন্ট্রাক্ট মেডিকেল প্র্যাক্টিশনার ও নার্সিং সুপারিন্টেন্ডেন্ট  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপাতত ৩ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

শূন্যপদ— সিএমপি ১০টি , নার্সিং সুপারিন্টেন্ডেন্ট (স্টাফ নার্স) ৪০টি।

যোগ্যতা ও বয়সসীমা—

সিএমপি: এমসিআই রেজিস্ট্রেশন সহ এমবিবিএস / এমডি। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর।

নার্স: রেজিস্টার্ড প্রতিষ্ঠন থেকে জিএনএম /  বিএসসি / এমএসসি নার্সিং। বয়সসীমা ২০ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন: “নো ওয়ার্ক নো পে বেসিস”-এ সিএমপি জিডিএমও পদের জন্য মাসে ৭৫,০০০ টাকা, স্পেশ্যালিস্টদের পদে ৯৫,০০০টাকা, সুপার স্পেশ্যালিস্টদের ১,১৫,০০০টাকা। নার্সিং স্টাফ পদের জন্য ৪৪,৯০০ টাকা সহ  অন্যান্য ভাতা।

আবেদন— ৩১ মে, ২০২০ তারিখের মধ্যে আবেদন করতে হবে, অনলাইনে। ইমেল করে পাঠাতে হবে সমস্ত প্রাসঙ্গিক প্রমাণপত্রের স্ক্যান করা কপি সহ। ইন্টারভিউ হবে হোয়াটস্যাপ বা টেলিফোনে, ২ জুন, ২০২০ তারিখে।

আবেদনের জন্য ওয়েবসাইট : www.er.indianrailways.gov.in ওয়েবসাইটে “হাওড়া ডিভিশনে” গিয়ে আবেদন করতে হবে। পাঠাতে হবে fightcorona.howrah@gmail.com মেইল আইডিতে।