কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০২০

933
0

আন্তর্জাতিক

  • কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশি জুলুমের প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৫টি শহরে বিক্ষোভ দেখান হল৷ কারফিউ জারি করা হয়েছে ৪০টিরও বেশি শহরে৷ এদিন ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে তুমুল বিক্ষোভের সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিরাপত্তার জন্য আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ গত ২৫ মে মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশ গ্রেপ্তার করতে গিয়ে হত্যাই করে বসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্রয়েডকে৷ বিক্ষোভকারীদের হাতে ছিল “ব্ল্যাক লাইফ মাটার্স”, “আই কান্ট ব্রিদ” লেখা স্লোগান৷
  • বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৩৭৬০০৮ জনের৷ আক্রান্ত হয়েছেন ৬৩ লক্ষ ৩০ হাজার ৮৪৮ জন৷ এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৮৩৯৮৬ জন৷ কোভিড ১৯-এর চিকিৎসায় রাশিয়া “আভিফাবিয়ার” নামে একটি ওষুধ প্রয়োগের অনুমোদন দিল৷ জাপানও “আভিগান” নামে একটি ওষুধ অনুমোদন করেছে৷

 

জাতীয়

  • করোনা ভাইরাস সংক্রমণের হিসেবে জার্মানি ও ফ্রান্সকে টপকে বিশ্বে সপ্তম স্থানে চলে এল ভারত৷ দেশে মোট ১৯০৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৩৯২ জন৷ দেশে এই সংক্রমণে এখনও পর্যন্ত ৫৩৯৪ জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ুতে যথাক্রমে ২২৮৬, ১০৩৮, ৪৭৩, ৩৫০, ২৫৩, ২১৩, ১৯৪ ও ১৭৩ জনের প্রাণহানি হয়েছে৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সপ্তাহের জন্য দিল্লির সীমান্ত সিল করার সিদ্ধান্ত জানালেন৷ রেল কর্তৃপক্ষ এবার শতাব্দী এক্সপ্রেস ও চালানোর সিদ্ধান্ত নিল৷ এদিন থেকে দৈনিক ২০০টি শ্রমিক স্পেশ্যাল ট্রেনে ১ লক্ষ ৪৫ হাজার যাত্রীর যাতায়াত শুরু হল৷ অন্যদিকে করোনা রুখতে বিমানে মাঝের আসন ফাঁকা রাখার পরামর্শ দিল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ৷

 

বিবিধ

  • আন্তর্জাতিক বাজারে ভারতের মূল্যায়ন ‘Baa2’ থেকে কমিয়ে ‘Baa3’ করল মূল্যায়নকারী সংস্থা মুডিজ৷ প্রায় দুদশক পর এর রেটিং কমানো হল৷
  • নির্দিষ্ট সময়েই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানালো আবহাওয়া দপ্তর৷
  • সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান (৪২) প্রয়াত হলেন৷ উস্তাদ শরাফত আলি খানের দুই ছেলে সাজিদ ও ওয়াজিদ জুটি একসঙ্গে বহু ছবিতে সুর দিয়েছেন৷ ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ ছিল তাঁদের প্রথম কাজ, তারপর ‘জয় হো’, ‘দবং টু’, ‘দবং থ্রি’, ‘মা তুঝে সালাম’, ‘গর্ব’ প্রভৃতি বহু ছবিতে সুর দিয়েছে এই জুটি৷ আইপিএল ফোর এর থিম সং এবং ‘ফেভিকল সে’, ‘চিন্টা টা চিটা চিটা’ সহ বহু গানও গেয়েছিলেন ওয়াজিদ৷ কিডনির সংক্রমণে ভুগছিলেন তিনি৷ প্রাণ কাড়লো করোনা৷

 

খেলা

  • রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কারের জন্য অমিত পাঙ্ঘাল, বিকাশ কৃষাণ এর দ্রোণাচার্য সম্মানের জন্য আলি কামারের নাম সুপারিশ করল জাতীয় বক্সিং সংস্থা৷
  • ক্রিকেটেও বর্ণ বিদ্বেষ রয়েছে এবং তিনি নিজেও তার শিকার৷ “ব্ল্যাক লাইফ ম্যাটারস” প্রতিবদে অংশ নিয়ে এই মন্তব্য করলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল৷ এই প্রতিবাদে সামিল হলেন কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডন৷