মেরিন প্রোডাক্টস এক্সপোর্টে ৭ ট্রেনি নিয়োগ

1438
0

কেন্দ্রীয় সরকারের দ্য মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটিতে ৭ জন কোয়ালিটি কন্ট্রোল ট্রেনি নিয়োগ করা হবে৷

যোগ্যতা: অ্যাকোয়াকালচার/ ফিশারিজ সায়েন্স/ মেরিন বায়োলজি/ ইন্ডাস্ট্রিয়ালল ফিশারিজে মাস্টার ডিগ্রি সঙ্গে মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে৷ সিফুড প্রসেসিংয়ে এইচএসিসিপির জ্ঞান থাকলে অগ্রাধিকার৷

বয়সসীমা: ৩১ মে ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর এবং প্রতি মাসে ২৩০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

ট্রেনিংয়ের স্থান: কলকাতা, চেন্নাই, ভেরাভাল, পানভেল, তুতিকোরিন, ভিমাভরম, পোরবন্দর৷

আবেদনের পদ্ধতি: www.mpeda.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত৷https://mpeda.gov.in/MPEDA/login.php# লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷