কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ জুন ২০২০

946
0

আন্তর্জাতিক

  • জার্মান ওষুধ প্রস্তুতকারক সংস্থা কিয়োরভ্যাক কোভিড-১৯ রোগের প্রতিষেধক তৈরি করেছে বলে দাবি করল৷ ওই সম্ভাব্য প্রতিষেধকটির হিউম্যান ট্রায়াল-এর অনুমতি দিল ‘দ্য ফেডারেল ইনস্টিটিউট ফর ভ্যাকসিনস অ্যান্ড বায়োমেডিসিনস’৷ এদিকে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেল নিউজিল্যান্ডে৷ আগে তারা নিজেদের দেশকে করোনামুক্ত বলে ঘোষণা করেছিল৷ চিনেও ৫ দিনে ১৩৭টি নতুন সংক্রমণের খোঁজ মিলেছে৷ বেজিং-এ কিছু স্কুলও বন্ধ করা হল৷ হান্ডুরাসের রাষ্ট্রপতি হুয়ান অল্যান্ডো ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২২ লক্ষ মানুষ৷ প্রাণহানি হয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষের৷ সমগ্র বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮৩,৪৩,৬৬৮৷ এই সংক্রমণে প্রাণহানি হয়েছে ৪,৪৮,৫৩৯ জনের৷

 

জাতীয়

  • ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে ফোন করে অভিযোগ করলেন, চিনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে৷ কিন্তু গালওয়ান উপত্যকার ওই স্থান নিজেদের বলে দাবি করেছে চিন৷ গালওয়ান ছাড়াও প্যাংগং হ্রদ,, ডেমচক ও দৌলতবাগ ওল্ডি এলাকায় দুদেশের সেনা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে৷ গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনায় তাঁদের সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘মারতে মারতে মরে হ্যায়’৷ ভারত নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেছেন৷ বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠকও ডেকেছেন তিনি৷ সংঘর্ষে শহিদ ২০ জনের মধ্যে হাবিলদার বিপুল রায় ও সেপাই রাজেশ ওরাং বাঙালি৷ এই ঘটনায় ভারত ও চিন দুই দেশকেই সংযত থাকার বার্তা দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস৷ এদিকে বিএসএনএল-কে তাদের ৪ জি প্রযুক্তির উন্নয়নে চিনা যন্ত্রাংশ ব্যবহার বন্ধ রাখতে নির্দেশ দিল টেলিকম মন্ত্রক৷
  • দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ অতিক্রম করল এবং সংক্রমণে মৃতের সংখ্যাও দশ হাজারের গণ্ডি পেরিয়ে গেল৷ কেবলমাত্র গত ২৪ ঘণ্টায় ২,০০৩ জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্র ও দিল্লির পুরনো খতিয়ান এদিন মৃতের তালিকায় যুক্ত হওয়ায় এই সংখ্যা এত বৃ্ধি পেল বলে জানানো হয়েছে৷ দেশে মোট ৩,৫৪,০৬৫ জন সংক্রমিত হহয়েছেন, প্রাণহানি হয়েছে ১১,৯০৩ জনের৷ মহারাষ্ট্রে ১,১৩,৪৪৫ জন আক্রান্ত হয়েছেন, ৫,৫৩৭ জনের মৃত্যু হয়েছে করোনায়৷ দিল্লি ও গুজরাটে প্রাণহানির সংখ্যা যথাক্রমে ১,৮৩৭ ও ১,৫৩৩৷ পশ্চিমবঙ্গে করোনায় ৫০৬ জন ও কো-মর্বিডিটিতে ৩৫৮ জন প্রাণ হারিয়েছেন৷ এদিকে করোনা মোকাবিলায় ভারতকে ৫,৭১৪ কোটি টাকা ঋণ দিল এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভস্টেমেন্ট ব্যাঙ্ক৷

 

বিবিধ

  • দেশে কোভিড-১৯ এবং লকডাউনের পরস্থিতিতে সবমিলিয়ে ৬ মাসের জন্য ব্যাঙ্কের ঋণ পরিশোধ স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে আরবিআই৷ কিন্তু সেক্ষেত্রে সুদের ওপর পুনরায় সুদ নেওয়া উচিত নয় বলে মন্তব্য্য করল সুপ্রিম কোর্ট৷ জনৈক গজেন্দ্র শর্মার করা মামলায় এই পর্যবেক্ষণ জানিয়েছে সর্বোচ্চ আদালত৷
  • টানা ১১ দিন ধরে দেশে বৃদ্ধি পাচ্ছে পেট্রোপণ্যের দাম৷ কলকাতায় এদিন পেট্রোলের দাম গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ সীমা স্পর্শ করে ফেলল৷

 

 

খেলা

  • জার্মান লিগ জয় করল বায়ার্ন মিউনিখ৷ এই নিয়ে টানা ৮ বার খেতাব জিতল তারা৷ সব মিলিয়ে ৩০ বার লিগ খেতাব জিতল বায়ার্ন৷ এদিন ওয়ার্ডার ব্রোমনকে ১-০ গোলে হারাতেই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হল তাদের৷ ২ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হল তারা৷ এই দলটির মাঝপথে হাল ধরেছিলেন কোচ হ্যানিস ফ্লিককে৷ এবারের লিগে ৩১টি গোল করে দলকে যোগ্য সহায়তা দিয়েছেন নিওয়ানডস্কি৷
  • লা লিগায় লেগানেসের বিরুদ্ধে গোল করে বার্সেলোনাকে জেতালেন লিওনেল মেসি৷ দেশ ও ক্লাবের হয়ে এটি তাঁর ৭০০তম গোল৷