কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ জুন ২০২০

759
0

আন্তর্জাতিক

  • গালওয়ান উপত্যকায় চিন সেনাদের আগ্রাসন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল মার্কিন যুক্তরাষ্ট্র৷ ভারতীয় সেনাদের মৃত্যুতে সমবেদনা জানালেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো৷ এরই মধ্যে হাওয়াই দ্বীপে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করলেন চিনের কৃটনীতিক ইয়াং জিয়েচি৷ ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের ৫১৬১টি পণ্যে রপ্তানি শুল্ক প্রত্যাহার করল চিন৷ বাংলাদেশ থেকে চিনে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্যই এখন বিনাশুল্কে পাঠানো যাবে৷ নেপালের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সঙ্গেও এদিন চিনের কমিউনিস্ট পার্টির নেতারা ভিডিও বৈঠক করেছেন৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত দেশগুলিকে চিনের বিদেশ মন্ত্রক অভিনন্দন জানালেও একবারের জন্যও ভারতের নাম উল্লেখ করা হয়নি৷
  • বিশ্বে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৬,৯৯,৩৬৯ জন৷ এর মধ্যে ৪৫,৮৩,৬৫০ জন সুস্থ হয়ে গিয়েছেন৷ এই সংক্রমণে প্রাণহানি হয়েছে ৪,৫৯,৪৩৩ জনের৷

 

জাতীয়

  • লাদাখে শক্তিবৃদ্ধি করছে ভারতীয় সামরিক বাহিনী৷ এখানকার ফরওয়ার্ড বেসে মিরাজ ২০০০ ও সুখোই ৩০ ফাইটার জেট প্রস্তুত রাখা হয়েছে যে-কোনো পরিস্থিতির জন্য৷ লে এয়ারফোর্স বেস স্টেশনে উপস্থিত থাকছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফমার্শাল রাকেশ সিং ভাদোরিয়া৷ সাম্প্রতিক সংঘর্ষে চিন ১০ জন ভারতীয় সেনাকেও অপহরণ করেছিল৷ এদিন লাদাখে মেজর জেনরেল স্তরের বৈঠক হয় দুদেশের মধ্যে৷ তারপর ওই ১০ জন সেনাকে মুক্তি দেওয়া হয়৷ চিন ভারতীয় সীমায় অনুপ্রবেশ করেনি ও ভারতীয় সীমান্ত দখল করে কেউ বসে নেই বলে সর্বদলীয় বৈঠকে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিকে চিনের সেনার হাতে শহিদ পশ্চিমবঙ্গের দুই সেনাকর্মীর শেষকৃত্য এদিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল৷
  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৩,৫৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্ত হয়েছেন ৩,৮০,৫৩২ জন৷ মৃত্যু হয়েছে ১২,৫৭৩ জনের৷ মহারাষ্ট্রে এই সংক্রমণে মৃতের সংখ্যা ৫ হাজার অতিক্রম করল (৫,৭৫১ জন)৷

 

বিবিধ

  • রিলায়ান্স ইন্ডাস্ট্রিজকে ঋণমুক্ত বলে ঘোষণা করলেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানী৷ আগামী মার্চ মাসের মধ্যে এই পরিস্থিতিতে পৌঁছনোর লক্ষ্যমাত্রা ছিল যা নির্ধারিত সময়ের অনেক আগেই সম্ভব হল৷ লকডাউনের মধ্যেই জিও প্ল্যাটফর্মের ২৫ শতাংশ শেয়ার বিক্রি করে ১.১৫ লক্ষ কোটি টাকা এবং রিলায়ান্স ইন্ডাস্ট্রিজের রাইটস ইস্যু বিক্রি করে ৫৩১২৪ কোটি টাকা আয় করেছিল তাঁর সংস্থা৷ এর মাধ্যমে ১,৬১,০৩৫ কোটি টাকা ঋণ মেটানো হল৷ এরপরই সংস্থার শেয়ারমূল্য বৃদ্ধি পেল ৬ শতাংশ৷ প্রথম কোনো ভারতীয় সংস্থা হিসাবে ১১ লক্ষ কোটির গন্ডি পেরিয়ে গেল রিলায়ান্স৷
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেন নোবেল পুরস্কার জয়ী ২২ বছরের কন্যা মালালা ইউসাফজাই৷

 

 

খেলা

  • ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ইচ্ছাকৃতভাবে ভারতের কাছে হেরেছিল বলে অভিযোগ করেছিলেন সেখানকার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিনন্দন অতুলগামাগে৷ এই অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দিল শ্রীলঙ্কা সরকার৷
  • লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ৷ জোড়া গোল করলেন করিম বেনজেমা৷ রিয়ালের হয়ে মোট ২৪৩টি গোল করে তিনি অতিক্রম করলেন ফ্রাঙ্ক পুসকাসকে৷