কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ জুন ২০২০

1008
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের বাইরে সপ্তম মার্কিন রাষ্ট্রপতি অ্যান্ড্রু জ্যাকসনের মূর্তি ভাঙার চেষ্টা করল ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্দোলনকারীরা৷ ১৬৭ বছরের পুরনো মূর্তির স্তম্ভে লিখে দেওয়া হল ‘কিলার’ অর্থাৎ খুনি শব্দটি৷ এরই মধ্যে এক কৃষ্ণাঙ্গ যুবককে গলা টিপে আটক করার চেষ্টায় নিউ ইয়র্কের এক পুলিশ কর্মীকে সাসপেন্ড করল প্রশাসন৷
  • আগামী ৬ মাসের জন্য এইচ-১ বি এবং আরও ৪ রকম অভিবাসী ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প৷ এতে ৫ লক্ষ ২৫ হাজার মার্কিন নাগরিক চাকরির সুযোগ পাবেন বলে দাবি করলেন তিনি৷
  • বিশ্বে করোনা ভাইরাসে মোট ৯২,৭১,৮৫৮ জন সংক্রমিত হয়েছেন৷ ৪,৭৬,৬০১ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেল।

 

জাতীয়

  • পূর্বলাদাখের বিতর্কিত এলাকাগুলি থেকে সেনা সরাতে রাজি হল চিন৷ লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠকে একথা জানিয়েছে তারা৷ তবে গত ৬ জুনও একই প্রতিশ্রুতি দিয়েছিল চিন৷ সেকথা তারা রক্ষা না করায় গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল৷ এদিন লে মিলিটারি বেস হাসপাতালে গিয়ে ওই সংঘর্ষে জখম ভারতীয় সেনাদের সঙ্গে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে৷ অন্যদিকে চিন সংঘর্ষে চিনা সৈন্যদের মৃত্যুর কথা স্বীকার করলেও মৃতের সংখ্যা প্রকাশ করেনি৷ সেখানকার সোশ্যাল নেটওয়ার্কগগুলিতে তাদের তরুণ প্রজন্ম উষ্মা প্রকাশ করে লিখছে, শহিদ সেনাদের কীভাবে সম্মান করতে হয় তা ভারতের থেকে শেখা উচিত৷
  • পশ্চিমবঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়-স্কুলগুলি ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
  • কেবলমাত্র সেবায়েতদের উপস্থিতিতে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হল৷ দেশের অন্যত্র এই উৎসব হয়েছে প্রতীকী ভাবে৷

 

 

বিবিধ

  • লকডাউনের পর খুলে গেল বার্সেলোনার বিখ্যাত লিসেউ অপেরা৷ থিয়েটারের ২২৯২টি দর্শকাসনে গাছ বয়িসে অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হল৷ এদিকে কোভিড সতর্কতা প্রচরে অভিনেতা রবার্ট অ্যাটকিনসন এবং তাঁর চরিত্র মিস্টার বিনের ছবি প্রচারের সিদ্ধান্ত নিল ‘হু’৷
  • জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায় (৯১) প্রয়াত হলেন৷ কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার গড়া হয়েছিড় তাঁরই উদ্যোগে৷

 

খেলা

  • বিশ্ব টেনিসের শীর্ষক্রমের অধিকারী নোভাক জোকোভিচ এবং তাঁর স্ত্রী ইয়েলেনা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন৷ দক্ষিণ আফ্রিকার ৭ জন তরুণ ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটার মাশরফি মুর্তাজাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ করোনা পরিস্থিতিতে আগস্ট মাসে বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷
  • বর্ণবিদ্বেষের সমর্থনে পোস্টার উড়ল ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার শহরের এতিহাদ বিমানবন্দরের মাথার আকাশে৷ ইপিএল চলার সময় বিমান থেকে ‘হোয়াইট লাইভস ম্যাটার’ লেখা পোস্টার ওড়ানো হল৷