কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ জুন ২০২০

689
0

আন্তর্জাতিক

  • ইউরোপে মার্কিন সেনার প্রধান ঘাঁটি জার্মানিতে৷ সেখানে ৫২ হাজার থেকে সেনা সংখ্যা কমিয়ে ২৫ হাজার করা হচ্ছে এবং এশিয়ায় মোতায়েন করা হচ্ছে বলে জানালেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেয়ো৷ ‘ব্রাসেলস ফোরাম ২০২০’-র ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখার সময় চিনকে তিনি বিশ্বের নতুন বিপদ বলে দাবি করেছেন৷ তাদের সামরিক আগ্রাসনে ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ চিন সমুদ্র, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স বিপদের মুখে পড়েছে বলে মন্তব্য করলেন তিনি৷
  • সন্ত্রাসবাদের বিপক্ষে পাকিস্তান তেমন কোনো পদক্ষপ গ্রহণ করেনি বলে মন্তব্য করা হল সন্ত্রাস নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক রিপোর্টে৷
  • বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৮,১৮,৭৭৭৷ মৃত্যু হয়েছে ৪,৯৪,২০৯ জনের৷ সুস্থ হয়েছেন ৫৩,০৩,৩২২ জন৷

 

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১৫ হাজার অতিক্রম করল৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,৭২,৯৬, প্রাণহানির সংখ্যা ৪০৭৷ সবমিলিয়ে দেশে আক্রান্ত হয়েছেন ৪,৯০,৪০১ জন৷ প্রাণহানি হয়েছে ১৫,৩০১ জনের৷ সুস্থতার হার ৫৮.২৪ শতাংশ৷ মহারাষ্ট্র ও দিল্লিতে যথাক্রমে ১,৪৭,৭৪১ ও ৭৩,৭৮০ জন আক্রান্ত হয়েছেন৷ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে মৃতের সংখ্যা যথাক্রমে ৬,৯৩১, ২,৪২৯ এবং ১,৭৫৩৷ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১৬,১৯০, জীবনহানি হয়েছে ৬১৬ জনের৷ সুস্থতার হার ৬৫.০৭ শতাংশ৷ এদিকে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷ তবে ‘বন্দেভারত’ প্রকল্প জারি থাকবে৷ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের অবশিষ্ট ৩টি পরীক্ষা বাতিল করা হল৷ যে পরীক্ষাগুলি হয়েছে তার সর্বোচ্চ মার্কসই বাকি পরীক্ষার মার্কস হিসাবে ধরা হবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জুলাই মাস থেকে মেট্রো রেল চালানো যেতে পারে বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

 

বিবিধ

  • বিদ্যুৎ ঝলকানির নতুন একটি দৃষ্টান্তের কথা জানাল বিশ্ব আবহাওয়া দপ্তর৷ ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলের আকাশে বিদ্যুৎ ঝলকের দৈর্ঘ্য ৭০০ কিমিরও বেশি ছিল বলে জানানো হয়েছে৷ এর আগে ৩২১ কিমি দৈর্ঘ্যের ঝলকানির সাক্ষী ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলোহামমা ২০০৯ সালে৷
  • ৩৮,২০৭ মেট্রিক টন পণ্য নিয়ে হলদিয়া বন্দরের ৫ নম্বর কোল বার্থে নোঙর করল একটি বিদেশি জাহাজ৷ গত ২০ বছরের মধ্যে হলদিয়া বন্দরে এটি সবথেকে বেশি পণ্য নিয়ে আসার রেকর্ড গড়ল৷

 

 

খেলা

  • ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর অ্যানিফিল্ডের রাস্তায় নেমে উৎসব পালন করলেন লিভারপুলের সমর্থকরা৷ জুরগেন ক্লপের প্রশিক্ষণে ৩০ বছর পর এই সাফল্য পেল লিভারপুল৷ এটি তাদের ১৯তম ইপিএল খেতাব৷ প্রথমবার ১৯০০-১৯০১ সালে খেতাব জিতেছিল তারা৷ ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬৷ দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট ৬৩৷
  • ‘শ্বেতাঙ্গ পেসারদের বেলায় কিছুই করা হয়নি কিন্তু কৃষ্ণাঙ্গ পেসাররা দাপট দেখানোর পরই বাউন্সার দেওয়ার নতুন নিয়ম চালু হয় আন্তর্জাতিক ক্রিকেটে’৷ এই অভিযোগ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন স্যামি৷

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল