কলকাতা পুরসভার ১৫০০-এর বেশি পদের জন্য আবেদনের সময়সীমা আবার বাড়ল

1129
0
KMC, KMC Job, WB Job, West Bengal Jobs

মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে একাধিক পরীক্ষার আবেদনের জন্য সময়সীমা ফের বাড়ানো হল। বিজ্ঞপ্তি নম্বর ০১/২০২০ থেকে শুরু করে বিজ্ঞপ্তি নম্বর ১২/২০২০ সমস্ত পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

ইতিমধ্যে আরও দুবার এই বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিল। কোভিড -১৯ সংক্রমণের জন্য লকডাউন পরিস্থিতিতে ফের একবার আবেদনের সময়সীমা বাড়িয়ে  ১৫  জুলাই, ২০২০ হল। নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে আবেদন ফি জমা  দেওয়া যাবে ১৬ জুলাই, ২০২০ পর্যন্ত। পুরো আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে ১৭ জুলাইয়ের মধ্যে।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তি লিঙ্ক : https://www.mscwb.org/

 

যাঁরা আবেদন করেননি, এখন করতে চান তাঁদের জন্য জানাই, মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী

১) ৮৫৮ জন ‘কনজার্ভেন্সি মজদুর’ নেবে কলকাতা পুরসভা (কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন)। এই নিয়োগের Advertisement No 11 of 2020. বাংলা ও ইংরেজি সহ মাতৃভাষা (হিন্দি, উর্দু, নেপালি, ওড়িয়া) লিখতে-পড়তে জানা পুরুষ-মহিলারা ১-১-২০২০ তারিখের হিসাবে ১৮ থেকে ৪০-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। এব্যাপারে আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15055

২) কলকাতা পুরসভার ৭৯ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেক্ট্রিক্যাল) ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল) নিয়োগ করা হবে। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15090

৩) কলকাতা পুরসভায় ২৫ জন ফিল্ড ওয়ার্কার ও জেনারেল ডিউটি অ্যাটেন্ড্যান্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ০৯/২০২০। যোগ্যতা: সরকার স্বীকৃত কোনো স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15070

৪) কলকাতা পুরসভার বিভিন্ন শৌচাগার পরিষ্কার করা ও রাস্তাঘাটে পশুদের বিভিন্ন নোংরা পরিষ্কার করার কাজে ৯০ জন পরিবেশবন্ধু ও রাস্তাঘাটে ছোট-বড় পশুপাখির মৃতদেহ সরিয়ে নিয়ে যাবার কাজের ৩ জন ডোম নেওয়া হবে। এই নিয়োগের Advertisement No 12 of 2020. দুই পদের জন্যই শারীরিক ভাবে উপযুক্ত ও সক্ষমতা থাকা এবং বাইরের কাজে সহজ স্বচ্ছন্দ দক্ষতা থাকা দরকার। পুরুষ, মহিলা সকলেই আবেদন করতে পারেন। আমাদের বিস্তারিত খবরের লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15059

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল