কারেন্ট অ্যাফেয়ার্স ৪ জুলাই ২০২০

714
0

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৪ তম স্বাধীনতা দিবস পালনের জন্য সাউথ ডকোটার ব্ল্যাক হিল অঞ্চলকে বেছে নিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প৷ এখানকার মাউন্ট রাশমোরে ৪ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, আব্রাহাম লিঙ্কন ও থিওডোর রুশভেল্টের মুখ খোদাই করা আছে৷ এক সময় এই ব্ল্যাক হিল দখল করে ৬০টি জনজাতির মানুষকে হত্যার কলঙ্ক রয়েছে শ্বেতাঙ্গ শাসকদের বিরুদ্ধে৷ ওই চারটি মুখ মুছে ফেলার দাবি তুলেছেন সেখানকার আদি বাসিন্দারা৷ সেখানেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে ট্রাম্প বিভাজনের রাজনীতি উসকে দিলেন বলে অভিযোগ৷ ট্রাম্প অবশ্য প্রকাশ্যেই বলেন ‘শ্বেতাঙ্গই সেরা’৷
  • দক্ষিণ চিন সাগরে দুটি পরমাণু শক্তিধর বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাল মার্কিন যুক্তরাষ্ট্র৷ অন্যদিকে চিনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুনরায় সরব হলেন উইঘুর মুসলমান সম্প্রদায়ের নেতা দোলকুন ইসা৷ তিনি ২৬ বছর ধরে জার্মানির আশ্রয়ে রয়েছেন৷
  • বিশ্বে করোনায় ৫৩১২০৩ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ১১৩০৭০৬৬ জন৷

 

জাতীয়

  • দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২৭৭১ জন৷ সবমিলিয়ে ৬৪৮৩১৫ জন আক্রান্ত হয়েছেন৷ সবমিলিয়ে ১৮৬৫৫ জনের প্রাণহানি হয়েছে এই সংক্রমণে৷ মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯২৯৯০ জন, প্রাণহানির সংখ্যা ৮৩৭৬ জন৷ তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করল৷ দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৯৪৬৯৫ জন, জীবনহানি হয়েছে ২৯২৩ জনের৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৪৩ জন আক্রান্ত হয়েছেন, প্রাণহানি হয়েছে ১৯ জনের৷ মোট আক্রান্ত ২১২৩১ জন৷ এর মধ্যে সক্রিয় আক্রান্ত ৬৩২৯ জন৷ এরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণে ৭৩৬ জন এবং কো-মর্বিডিটির কারণে ৫৭১ জন প্রাণ হারিয়েছেন৷ করোনার ৬টি হটস্পট- দিল্লি, মুম্বই, পুণে, নাগপুর, চেন্নাই, আমেদাবাদ থেকে কলকাতায় উড়ান চলাচল বন্ধ রাখা হল৷
  • কানপুরের দুস্কৃতী নেতা বিকাশ দুবেকে ধরতে ২৫টি দল গঠন করল উত্তরপ্রদেশ পুলিশ৷ কৃষ্ণনগরের বিকরু গ্রামে দুবিঘা জমির ওপর দুবের প্রাসাদোপস বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ৷

 

বিবিধ

  • বিহারে বজ্রপাতে ৫টি জেলায় ২৩ জনের মৃত্যু হল৷ দুদিন আগে গোপালগঞ্জ জেলাতেই বজ্রপাতে ৮৩ জনের মৃত্যু হয়েছিল৷
  • একদিনের বিক্রয়ে বিশ্বরেকর্ড করল গুয়াহাটি চা নিলাম কেন্দ্র৷ গড়ে ২৭৩.৫০ টাকা দরে এদিন ৩৮ লক্ষ কিলোগ্রাম চা বিক্রয় হল৷

 

খেলা

  • চিনের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ডান অবসর নিলেন৷ সুপার ডান নামে পরিচিত ৩৭ বছরের এই খেলোয়াড় ২ বার অলিম্পিক সোনা ও ৫ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন৷ এশিয়ান গেমসে ৫টি সোনা সহ ৮টি পদক, বিশ্বকাপে ২টি সোনা আছে তাঁর৷ কেরিয়ারে ৬৬৬টি সিঙ্গলস ম্যাচ জিতেছেন লিন ডান৷
  • ভারতের সফল ফুটবল কোচ সুখবিন্দর সিং দেশ ছেড়ে পাকাপাকিভাবে কানাডায় থাকারর সিদ্ধান্ত জানালেন৷ তাঁর প্রশিক্ষণে ভারত ৩৬টি ম্যাচ খেলে ১৭টিতে জয়ী হয়েছিল৷

 

 

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল