সিআরপিএফে ৮৮৯ স্বাস্থ্যকর্মী, অন্যান্য ট্রেডে নিয়োগ

1412
0
CRPF Constable Recruitment

সেন্ট্রাল রিজার্ভ পুলিশে ফোর্সে ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল পদে ৮৮৯ জন স্বাস্থ্যকর্মী ইত্যাদি নিয়োগ করা হবে৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত৷

শূন্যপদ: ইনস্পেক্টর (ডায়েটেশিয়ান): ১, সাব ইনস্পেকক্টর (স্টাফ নার্স): ১৭৫, সাব ইনস্পেক্টর (রেডিওগ্রাফার): ৮, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (ফার্মাসিস্ট): ৮৪, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (ফিজিওথেরাপিস্ট): ৫, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (ডেন্টাল টেকনিশিয়ান): ৪, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (ল্যাবরেটরি টেকিনিশিয়ান): ৬৪, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর/ ইলেক্ট্রো কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান: ১, হেড কনস্টেবল (ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট/ নার্সিং অ্যাসিস্ট্যান্ট/ মেডিক): ৮৮, হেড কনস্টেবল (এএনএম/মিডওয়াইফ): ৩, হেড কনস্টেবল (ডায়ালিসিস টেকনিশিয়ান): ৮, হেড কনস্টেবল (জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট): ৮৪, হেড কনস্টেবল (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট): ৫, হেড কনস্টেবল (ইলেক্ট্রিশিয়ান): ১, হেড কনস্টেবলল (স্টিউয়ার্ড): ৩, কনস্টেবল (মসালচি): ৪, কনস্টেবল (কুক): ১১৬, কনস্টেবল (সাফাই কর্মচারী): ১২১, কনস্টেবল (ধোবি/ ওয়াশারম্যান): ৫, কনস্টেবল (ওয়াটার ক্যারিয়ার): ৩, কনস্টেবল (টেবিল বয়): ১৷

ভেটেরিনারি: হেড কনস্টেবল (ভেটেরিনারি): ৩, হেড কনস্টেবল (ল্যাব টেকনিশিয়ান): ১, হেড কনস্টেবল (রেডিওগ্রাফার): ১৷

প্রসঙ্গত, ইনস্পেক্টর ও সাব ইনস্পেক্টর পদটি গ্রুপ বি এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল পদগুলি গ্রুপ সি৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ লেখা পরীক্ষা কেন্দ্রগুলি হল: নয়া দিল্লি, হায়দরাবাদ, গুয়াহাটি, জম্মু, প্রয়াগরাজ, আজমির, নাগপুর, মজফফরপুর, পাল্লিপুরম৷ লেখা পরীক্ষা হবে আগামী ২০ ডিসেম্বর৷

পরীক্ষার ফি: গ্রুপ বি পদের ক্ষেত্রে ২০০ টাকা ও গ্রুপ সি পদের ক্ষেত্রে ১০০ টাকা৷ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে DIGP, Group Centre, CRPF, Bhopal-এর অনুকূলে, প্রদেয় হবে SBI-Bangrasia-তে। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.crpf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত৷ বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে৷

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল