রাজ্য পুলিশে কনস্টেবল ও সংশোধনাগারে ওয়ার্ডার নিয়োগের ইন্টারভিউ

1263
0
WB Police, WB Police Constable, WB Police Constable Exam,

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে কনস্টেবল (পুরুষ) ও সংশোধনাগার বিভাগে ওয়ার্ডার/ মহিলা ওয়ার্ডার নিয়োগের (২০১৯) স্থগিত হওয়া ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে (No. WBPRB/NOTICE-15/2020 CONS-19 & JW 19)৷ আলাদা-আলাদা ৯টি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত এই ইন্টারভিউ আগামী ১২ আগস্ট থেকে৷

রিক্রুটমেন্ট বোর্ড অনুযায়ী ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ১. প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান: বারুইপুর: ইন্টারভিউ হবে আগামী ১২ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত (১৫, ১৬ ও ১৭ আগস্ট বাদে), ঠিকানা- বারুইপুর হাই স্কুল, পুরাতন বাজার, পোস্ট অফিস ও থানা: বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, পিন- ৭০০১৪৪৷

ডায়মন্ড হারবার: ইন্টারভিউ হবে আগামী ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত (২৩ ও ২৪ আগস্ট বাদে), ঠিকানা- সুভন্ন, ডায়মন্ড হারবার ফায়ার স্টেশনের কাছে, ওয়ার্ড নম্বর ১০, রবীন্দ্রনগর, পোস্ট অফিস ও থানা- ডায়মন্ড হারবার, পিন- ৭৪৩৩৩১৷

পাঁচলা: ইন্টারভিউ হবে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত (৩০ ও ৩১ আগস্ট বাদে), ঠিকানা- কান্ট্রি রোড, গ্রাম ও পোস্ট অফিস- রঘুদেবপুর, থানা রাজাপুর, জেলা হাওয়া, পিন- ৭১১৩১২৷

২. প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড টু: বারাসাত: ইন্টারিভউ হবে আগামী ১২ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত (১৫, ১৬, ১৭, ২৩ ও ২১৫, ১৬, ১৭, ২৩ ও ২৪ আগস্ট বাদে), ঠিকানা- দোলতলা পুলিশ লাইন, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, থানা মধ্যমগ্রাম, পোস্ট অফিস গঙ্গানগর, কলকাতা- ৭০০১২৯৷

বসিরহাট: ইন্টারভিউ হবে আগামী ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত (৩০ ও ৩১ আগস্ট বাদে), ঠিকানা- অফিস অব দ্য ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (ট্রাফিক), গ্রাম বসিরহাট বোট ঘাট, পোস্ট অফিস ও থানা- বসিরহাট, উত্তর ২৪ পরগনা, পিন- ৭৪৩৪১১৷

৩. মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান: কল্যাণী: ইন্টারভিউ হবে আগামী ১২ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত (১৫, ১৬ ও ১৭ আগস্ট বাদে), ঠিকানা- অফিস অব দ্য স্টেট কম্যান্ড্যান্ট, ডব্লুবিএনভিএফ কল্যাণী, জেলা নদিয়া, পিন- ৭৪১২৩৫৷

রানাঘাট: ইন্টারভিউ হবে আগামী ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত (৩০, ৩১ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বাদে), ঠিকানা- রানাঘাট স্টেডিয়াম, রানাঘাট, নদিয়া৷

৪. মুর্শিদদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড টু: কৃষ্ণনগর: ইন্টারভিউ হবে আগামী ১২ আগস্ট থেতকে ৮ সেপ্টেম্বর পর্যনন্ত (১৫, ১৬, ২৩, ৩০, ৩১ আগস্ট ও ৬ সে্টেমম্বর বাদে), ঠিকানা- কৃষ্ণনগর পুলিশ লাইন, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এলএম ঘোষ স্ট্রিট, পোস্ট অফিস- কৃষ্ণনগর, নাথা কোতয়ালি, জেলা নদিয়া, পিন- ৭৪১১০১১৷

৫. মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড থ্রি: জঙ্গিপারা: ইন্টারভিউ হবে আগামী ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত, ঠিকানা- পুলিশ অফিস কনফারেন্স হল, জঙ্গিপুর পলিটেকনিক কলেজ, বালিঘাটা, পোস্ট অফিস ও থানা রঘুনাথগঞ্জ, পিন- ৭৪২২২৫৷

বহরমপুর: ইন্টারভিউ হবে আগামী ১৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত (২৩, ২৪, ৩০ ও ৩১ আগস্ট বাদে), ঠিকানা- বহরমপুর পুলিশ লাইন, ক্যান্টনমেন্টরোড, পোস্ট অফিস ও থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, পিন- ৭৪২১০১৷

৬. মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: ঝাড়গ্রাম: ইন্টারভিউ হবে আগামী ১২ আগস্ট থেকে ১৪ আগস্ট, ঠিকানা- নিউ পুলিশ লাইনস ঝাড়গ্রাম, ডিয়ারপার্কের কাছে, থানা ঝাড়গ্রাম, জেলা ঝাড়গ্রাম, পিন- ৭২১৫০০৭৷

কন্টাই, পূর্ব মেদিনীপুর: ইন্টারভিউ হবে আগামী ১৮ ও ১৯ আগস্ট, ঠিকানা- কন্টাই হাই স্কুল, স্কুল বাজার, পোস্ট অফিস ও থানা কন্টাই, জেলা পূর্ব মেদিনীপুর, পিন- ৭২১৪০১৷

তমলুক, পূর্ব মেদিনীপুর: ইন্টারভিউ হবে আগামী ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট (২৩ ও ২৪ আগস্ট বাদে), ঠিকানা- দেমারি হাই স্কুল, পোস্ট অফিস দেমারি, থানা তমলুক, জেলা পূর্ব মেদিনীপুর, পিন- ৭২১৬৬৮৷

পশ্চিম মেদিনীপুর: ইন্টারভিউ হবে আগামী ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর (৩০ ও ৩১ আগস্ট বাদে), ঠিকানা- পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনস, পোস্ট অফিস মেদিনীপুর, থানা কোতয়ালি, জেলা পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১১০১৷

৭.বাঁকুড়া রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: বিষ্ণুপুর: ইন্টারভিউ হবে আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট (১৫, ১৬ ও ১৭ আগস্ট বাদে), ঠিকানা- জাদু ভট্ট মঞ্চ, বিষ্ণুপুর, পোস্ট অফিস ও থানা বিষ্ণুপুর, জেলা হাঁকুড়া, পিন- ৭২২১২২৷

বাঁকুড়া: ইন্টারভিউ হবে আগামী ২০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর (২৩, ২৪, ৩০, ৩১ আগস্ট ও সেপ্টেম্বর বাদে), ঠিকানা- রবীন্দ্র ভবন বাঁকুড়া, বাঁকুড়া স্টেডিয়ামের কাছে, পোস্ট অফিস ও থানা বাঁকুড়া, জেনা বাঁকুড়া, পিন- ৭২২১০১৷

৮. বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: আরামবাগ: ইন্টারভিউ হবে আগামী ১২ ও ১৩ আগস্ট, ঠিকানা- নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ,ওয়ার্ড নম্বর ১৮, হুগলি, পিন- ৭১২৬০১৷

চুঁচুড়া: ইন্টারভিউ হবে আগামী ১৮ থেকে ২৬ আগস্ট, কনফারেন্স হল, চন্দননগর পিসি ঘড়ি মোড়ের কাছে, হুগলি, পিন- ৭১২১০১৷

দুর্গাপুর: ইন্টারভিউ হবে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর (৩০ ও ৩১ আগস্ট বাদে), ঠিকানা- রিজিওনাল কমান্ড সেন্টার, সিআইএফ, বিধাননগর, দুর্গাপুর, জেললা পশ্চিম বর্ধমান, পিন- ৭১৩২১৩৷

৯.জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: জলপাইগুড়ি: ইন্টারভিউ হবে ১২ থেকে ১৯ আগস্ট (১৫, ১৬ ও ১৭ আগস্ট বাদে), ঠিকানা- কনফারেন্স রুম, পুলিশ লাইনস, রেসকোর্স পারা, পোস্ট অফিস জলপাইগুড়ি, থানা কোতয়ালি, জেলা জলপাইগুড়ি, পিন- ৭৩৫১০১৷

কোচবিহার: ইন্টারভিউ হবে ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর (২৩, ২৪, ৩০ ও ৩১ আগস্ট বাদে), ঠিকানা- অফিস অব দ্য সুপার্নিটেনডেন্ট অব পুলিশ, কোচবিহার পুলিশ লাইনস, জেলা কোচবিহার, পিন- ৭৩৬১০১৷

আলিপুরদুয়ার: ইন্টারভিউ হবে ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর (৬ সেপ্টেম্বর বাদে), ঠিকানা- নতুন এসপি অফিস বিল্ডিং, পোস্ট অফিস আলিপুরদুয়ার কোর্ট, থানা ও জেলা আলিপুরদুয়ার, পিন- ৭৩৬১২২৷

http://wbprb.applythrunet.co.in/ লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্মতারিখ দিয়ে প্রার্থী নিজের ইন্টারভিউয়ের তারিখ দেখতে পারবেন৷ ই-কললেটার ও সেল্ফ ডিক্ল্যারেশনের ফর্ম ডাউনলোড করা যাবে ইন্টারভিউয়ের ৭ দিন আগে। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স এবং ই-কললেটারের প্রিন্ট-আউট ও পূরণ করা সেল্ফ ডিক্ল্যারেশন ফর্ম দাখিল করতে হবে৷ ইন্টারভিউয়ের দিন অবশ্যই তিন লেয়ারের মাস্ক পরে যেতে হবে, কললেটারে রিপোর্টিং টাইম উল্লেখ থাকবে৷

http://wbpolice.gov.in/writereaddata/wbp/EnglishNotice_WARRE.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷

বাকি জেলা/মহকুমা/রাজ্যের প্রার্থীদের (আলিপুর, বিধাননগর, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বনগাঁ, ব্যারাকপুর, তেহট্ট, রঘুনাথপুর, পুরুলিয়া সদর ইস্ট, পুরুলিয়া সদর ওয়েস্ট, বোলপুর, রামপুরহাট, সিউড়ি, বর্ধমান সদর, কালনা, কাটোয়া, দার্জিলিং, কার্সিয়ং, শিলিগুড়ি, কালিম্পং, বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর, রায়গঞ্জ, চাঁচল, মালদা সদর) পরে যথাসময়ে জানানো হবে।

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল