ডাক্তারদের জন্য আকুপাংচার কোর্স

973
0
accupuncture-picture

আকুপাংচারে রাজ্য সরকারের সার্টিফিকেট কোর্সে ভর্তির দরখাস্ত চাইছে ডঃ বি. কে. মেমোরিয়াল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অব আকুপাংচার। প্রতিষ্ঠানটি কাউন্সিল অব আকুপাংচার থেরাপি, ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস।

কোর্সের সময়সীমা: ১৬ সপ্তাহ। সপ্তাহে প্রথম তিন দিন সোম, মঙ্গল ও বুধ ক্লাস হবে বেলা ১১টা  থেকে বিকাল ৩টে। কোর্স শুরু ২৯ জানুয়ারি, ২০১৮ তারিখে। কোর্স ফি ২,৫০০ টাকা।

ট্রেনিংয়ের স্থান: (১) শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, (২) এনআরএস মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল ও (৩) ডঃ বি. কে. বসু ক্লিনিক। পালা করে সব ক্লিনিকেই ক্লাস করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি, ২০১৮।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে সাদা কাগজে বায়োডেটা সহ।  সঙ্গে দেবেন শিক্ষাগত ও ডাক্তারি যোগ্যতা (ফাইনাল ইয়ারের মার্কশিট সহ), মেডিক্যাল রেজিস্ট্রেশন ও ইন্টার্নশিপ শেষ হওয়ার সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত জেরক্স। আবেদনপত্র পাঠাবেন এই ঠিকানায়: Director, Dr. B. K. Basu Memorial Research & Training Institute of Acupuncture, 188/87, Prince Anwar Shah Road, Kolkata-700045.  Ph: 033-24179281, e-mail: bkbmacu@yahoo.com