পুরুলিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ৯

706
0
Purulia Health Picture

পুরুলিয়া জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 1514, dated:  30.03.2018

শূন্যপদ – মেডিকেল অফিসার ২ (অসংরক্ষিত), ডিস্ট্রিক্ট ফিন্যান্স কম লজিস্টিক অফিসার ১ (অসংরক্ষিত), ল্যাবরেটরি টেকনিশিয়ান ৩ (এসসি ১, অসংরক্ষিত ১), ফিজিওথেরাপিস্ট ১ (অসংরক্ষিত), ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ১ (অসংরক্ষিত), কাউন্সেলর ১ (অসংরক্ষিত) পদে নিযুক্ত করা হবে।

যোগ্যতা –

মেডিকেল অফিসার- এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস, রাজ্য মেডিকেল কাউন্সিল রেজিস্টার্ড হতে হবে। মাসিক বেতন হবে ৪০ হাজার।

ডিস্ট্রিক্ট ফিন্যান্স কম লজিস্টিক অফিসার- ইন্টার সিএ/ইন্টার আইসিডব্লিউএ / এরকম অথবা ফিন্যান্স বা মেটিরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ।  কম্পিউটার নলেজ থাকতে হবে।  এছাড়া ফিনান্সিয়াল এনালিসিস, রিপোর্টিং বাজেটিং নিয়ে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।  মাসিক বেতন হবে ২২,৭০০।

ল্যাবরেটরি টেকনিশিয়ান – বায়োলজি নিয়ে সায়েন্স সহ উচ্চমাধ্যমিক, ২ বছরের ডিপ্লোমা। মেডিকেল বা বায়োলজি নিয়ে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  মাসিক বেতন হবে ৬৩০০।

ফিজিওথেরাপিস্ট- ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। মাসিক বেতন হবে ২০ হাজার।

ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট – মাধ্যমিক বা সমতুল, ডেন্টাল কলেজে বা ক্লিনিক-এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  মাসিক বেতন ৮ হাজার।

কাউন্সেলর – সোশ্যাল সায়েন্স নিয়ে স্নাতক বা কাউন্সেলিং / হেলথ এডুকেশন / মাস কমিনেকশন নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা, কাউন্সেলর হিসাবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে ১২ হাজার।

আবেদন পদ্ধতি – আগামী ১২ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পাঠাতে হবে রেজিস্টার্ড / স্পিড পোস্ট / কুরিয়রের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। অসংরক্ষিত শ্রেণীর জন্য ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণীর জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে। ড্রাফট হবে “District Health & Family Welfare Samity, Purulia”।