১৫২৭ সাব ইনস্পেক্টর/ লেডি সাবইনস্পেক্টর পদের প্রার্থী বাছাই পদ্ধতি

445
1

লেখা পরীক্ষা (প্রিলিমিনারি ও মেইন), ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ১০০ নম্বরের জেনারেল স্টাডিজ, ৫০ নম্বরের অ্যানালিটিক্যাল রিজনিং, ৫০ নম্বরের অ্যারিথমেটিক। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। নেগেটিভ মার্কিং থাকবে। সময় ৯০ মিনিট।

প্রিলিতে সফল হলে ফাইনাল পরীক্ষায় তিনটি পেপার থাকবে। মোট ২০০ নম্বরের পরীক্ষা। পেপার ওয়ানে ১০০ নম্বরের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক (৫০ নম্বরের জেনারেল স্টাডিজ, ২৫ নম্বরের লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এবং ২৫ নম্বরের অ্যারিথমেটিক)। সময় দু ঘণ্টা। পেপার টুতে ৫০ নম্বরের ইংরেজি বিষয়, সময় এক ঘণ্টা। পেপার থ্রিতে ৫০ নম্বরের বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি, সময় এক ঘণ্টা। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোন্যালিটি টেস্ট।

ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টে সাবইনস্পেক্টর (নিরস্ত্র শাখা ও সশস্ত্র শাখা— পুরুষ) তিন মিনিটে ৮০০ মিটার দৌড়োতে হবে। লেডি সাবইনস্পেক্টর (নিরস্ত্র শাখা) প্রার্থীকে দুমিনিটে ৪০০ মিটার দৌড়োতে হবে।