১ ডিসেম্বর, ২০১৭

1155
0
all-current-affairs

জাতীয়

  • সাইক্লোন অফি আছড়ে পড়ল কেরালা ও তামিলনাড়ুতে। অন্তত ১৩ জনের মৃত্যু হল।
  • ভারত সফরে এলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন। ২০১৫ সালের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন তিনি।
  • শিশুদের অপুষ্টি দূর করতে ‘ন্যাশনাল নিউট্রিশন মিশন’ নামের একটি প্রকল্প চালু করল কেন্দ্র। এজন্য ৩ বছরে ৯ হাজার কোটি টাকা খরচ করা হবে বলে জানানো হল।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের পেশোয়ারে একটি কৃষিবিদ্যা শিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাসে হামলা চালাল আত্মঘাতী জঙ্গিরা। ৯ জন ছাত্র, ১ সাংবাদিক, ২ সেনা অফিসার সহ ১১ জনের মৃত্যু হল এই হামলায়। পাক সেনার দাবি, সব জঙ্গিকেই হত্যা করা হয়েছে। এই ঘটনায় তালিবান জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।
  • কট্টরপন্থীদের দাবি মেনে পাক আইনমন্ত্রীর ইস্তফার ঘটনায় পাক সরকারকে ‘দুর্বল’ বলে সমালোচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র। পাক সেনা বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোয় তাদেরও সমালোচনা করা হয়েছে।
  • বাংলদেশের নাটোর থেকে অপহৃত খ্রিস্টান যাজককে সুস্থ অবস্থায় উদ্ধার করল পুলিশ। এদিকে পোপ ফ্রান্সিস তাঁর বাংলাদেশ সফরে এদিন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করলেন।
  • বাংলাদেশের ঈশ্বরদি উপজেলার রূপপুরে পদ্মার তীরে সেদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলাধূলা

  • হকি ওয়ার্ল্ড লিগ ফাইনালের প্রথম ম্যাচে ভারত ১-১ গোলে ড্র করল বিশ্বচ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারতের মনপ্রিত সিং এদিন ২০০তম আন্তর্জাতিক হকি ম্যাচ খেললেন। এদিন অন্য ম্যাচে ৪ বারের আলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানি ২-০ গোলে হারাল ইংল্যান্ডকে।

বিবিধ

  • দুদিনে সেনসেক্স পড়ল ৭৬৯.৮২ অঙ্ক এবং নিফটি পড়ল ২৩৯.৫০ অঙ্ক। বিশেষজ্ঞদের অনুমান, বাজেট ঘাটতি বাড়ার খবরে বিরূপ প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
  • ধানবাদ-চন্দ্রপুরা রেলপথে ট্রেন চালানোর জন্য নতুন পথে রেললাইন বসানো হবে। বর্তমান রেল পথের নিচে পরিত্যক্ত খনিতে ধিকধিক আগুন জ্বলায় বড় দুর্ঘটনার আশঙ্কায় চরম সতর্কতা জারি করেছে ডিরেক্টর জেনারেল অব মাইনিং সেফটি।
  • কলকাতা পৌরসভাকে মাসে ৪৫০ টাকা দিয়ে বাড়ির সামনে বা পাশের গলিতে রাতের বেলায় গাড়ি পার্কিং করা যাবে বলে জানানো হল।