কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল ২০১৮

477
0
current-affairs-23042018-picture

জাতীয়

  • মেঘালয় থেকে পুরোপুরি এবং অরুণাচলের কিছু এলাকা থেকে প্রত্যাহৃত হল আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (আফস্পা)। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হওয়ার জন্য এই সিদ্ধান্ত। তবে অসম, নাগাল্যান্ড, মণিপুরে বহাল থাকছে এই বিতর্কিত আইন।
  • দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ইমপিচমেন্টের জন্য বিরোধী সংসদদের একাংশের করা প্রস্তাব খারিজ করে দিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

আন্তর্জাতিক

  • ব্রাসেলসে ২০১৬ সালের ১৫ মার্চ পুলিশের ওপর গুলি চালানোর মামলায় সালেহ আবদেসলামকে ২০ বছরের কারাদণ্ড দিল বেলজিয়ামের আদালত। ২০১৫ সালের নভেম্বর মাসে প্যারিসে ধারাবাহিক হামলায়ও সে-ই মূল অভিযুক্ত। ওই হামলায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
  • ফ্লোরিডায় এক নাগরিককে ৩৩০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল মার্কিন যুক্তারাষ্ট্রের একটি আদালত। ৬ বছরেরও কম বয়সী শিশুদের ব্যবহার করে অনৈতিক চলচ্চিত্র তৈরির ব্যবসায় দোষী সাব্যস্ত হয়েছে লিঞ্চ ডেভিড নামের এই ব্যক্তি।
  • ইয়েমেনের সানায় একটি বিয়ে বাড়িতে বিমান হামলা চালাল সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনী। অন্তত ২০ জনের মৃত্যু হল। মৃত্যু হয়েছে কনেরও। গুরুতর জখম হলেন ৪৫ জন।
  • মিশরের ২০১৩ সালে রাজনৈতিক হিংসার ছবি তুলে বিখ্যাত হয়েছিলেন মিশরের চিত্র সাংবাদিক মাহমুদ আবু জাইদ। তখন থেকেই তিনি জেলবন্দি। তিনি ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম’ পুরস্কার পাচ্ছেন বলে এদিন জানানো হল।

খেলা

  • ইংল্যান্ডে এ মরসুমের শ্রেষ্ঠ ফুটবলার হিসাবে লিভারপুল দলের মহম্মদ সালাহকে নির্বাচিত করল প্রফেশনাল ফুটবলার্স’ অ্যাসোসিয়েশন।
  • মহিলাদের কোপা আমেরিকা খেতাব জিতল ব্রাজিল। আটবারের মধ্যে তারাই ৭ বার এই খেতাব জিতল।

বিবিধ

  • শেয়ার বাজারে দরের ভিত্তিতে এদিনই ১০ কোটি ডলারের মাইল ফলক (মার্কেট ক্যাপিটালাইজেশন-এর মূল্য) স্পর্শ করল টিসিএস। প্রথম ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা হিসাবে তারা এই নজির গড়ল। এর আগে ২০০৭ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রথম ভারতীয় সংস্থা হিসাবে ওই মাইলফলক স্পর্শ করেছিল।
  • টাটা গোষ্ঠীর গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্স-এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর।
  • টাকার দাম হল ৬৬.৪৮ টাকা প্রতি ডলার। এই দাম গত ১৩ মাসে সর্বনিম্ন।