কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ এপ্রিল ২০১৮

551
0
current-affairs-26042018-picture

জাতীয়

  • পশ্চিমবঙ্গে ১৪ মে সারা রাজ্যে এক দিনেই পঞ্চায়েত ভোট নেওয়া হবে। রাজ্য সরকারের আর্জি মেনে এই সিদ্ধান্ত জানাল রাজ্য নির্বাচন কমিশন।
  • উত্তর প্রদেশে রেলের প্রহরীবিহীন ক্রসিংয়ে এক দুর্ঘটনায় ১৩ জন শিশুর মৃত্যু হল। কুশীনগর এলাকায় যায়ে-কারাতান-গঞ্জ প্যাসেঞ্জার ট্রেন একটি স্কুলবাসে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এদিনের ঘটনার পর রেল মন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, দেশে ৩৪৭৯টি প্রহরীবিহীন লেভেল ক্রসিং আছে, সেখানে ২০২০ সালের মধ্যে প্রহরী নিযুক্ত হবে।
  • সিকিমে নতুন এক রাজনৈতিক দল গড়লেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাঁর দলের নাম হামরো সিকিম।

আন্তর্জাতিক

  • তথ্য গোপন করে নির্বাচনে লড়াইয়ের দায়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী খাজা আসিফের মন্ত্রিত্ব তথা সাংসদ পদ খারিজ করে দিল পাক আদালত। ২০১৩ সালের সাধারণ নির্বাচনে লড়াইয়ের সময় তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে কাজের তথ্য গোপন করেছিলেন। ইসলামাবাদ হাইকোর্ট এদিন এই রায় দিল।
  • তুরস্কে সরকার বিরোধী সংবাদ প্রকাশের দায়ে ১৪ জন সাংবাদিককে কারাদণ্ড দিল সেখানকার আদালত। রাষ্ট্রপতি এরদোগানের মুখপাত্র বলেছেন, এঁরা জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিলেন।
  • ক্যালিফোর্নিয়ার কুখ্যাত অপরাধী তথা সিরিয়াল কিলার জোসেফ জেমস ডি অ্যাঞ্জেলা ধরা পড়ল পুলিশের হাতে। ১৯৭৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে ১২টি খুন, ৫০টির বেশি যৌন লাঞ্ছনা এবং অসংখ্য লুঠপাটে সে অভিযুক্ত। ‘গোল্ডেন স্টেট কিলার’ নামে সে কুখ্যাত ছিল। এখন তার বয়স ৭২ বছর।

খেলা

  • রাজীব খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এবং ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য যথাক্রমে বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাসকারের নাম সুপারিশ করল বিসিসিআই।
  • চিনের উহানে আয়োজিত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের সাইনা নেহাওয়াল, পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত এবং এইচ এস প্রণয়।
  • মহমেডান স্পোটিং ক্লাবের ফুটবল কোচ নিযুক্ত হলেন মৃদুল বন্দ্যোপাধ্যায়।

বিবিধ

  • আইডিবিআই ব্যাঙ্কের ৬০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে সংস্থার বর্তমান ও প্রাক্তন ১৫ জন শীর্ষকর্তার বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। আইডিবিআই ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি এমএস রাঘবন, এয়ারসেলের প্রাক্তন প্রোমোটার সি শিবশঙ্করন, তাঁর ছেলে, ইন্ডিয়ান ব্যাঙ্কের এমডি সিইও কিশোর খারাট, সিন্ডিকেট ব্যাঙ্কের এমডি সিইও মেলয়িন রেগো প্রমুখের বিরুদ্ধে এফআইআর করা হল।
  • কলকাতা থেকে তেজপুর জুম এয়ারের উড়ান পরিষেবার উদ্বোধন হল। দেশের বিভিন্ন অংশে বড় থেকে ছোট শহরে আঞ্চলিক উড়ানের প্রকল্প আগেই শুরু হয়েছিল। পূর্ব ভারত থেকে এদিনই প্রথম এই উড়ান শুরু হল। প্রথম ৩ বছর এই সব উড়ানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ভর্তুকি দেবে।