কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ এপ্রিল ২০১৮

417
0
current-affairs-27042018-picture

জাতীয়

  • চিনের উহান শহরে ইস্ট লেকের পাশে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি জি জিনপিং। এই দ্বিপাক্ষিক বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘হার্ট টু হার্ট সামিট’। দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই বৈঠক।
  • সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন ইন্দু মালহোত্রা। তিনি সুপ্রিম কোর্টের সপ্তম মহিলা বিচারপতি। মহিলা আইনজীবী থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে তিনিই প্রথম।
  • ছত্তিশগড়ের বিজাপুরে ছত্তিশগড় পুলিশ ও তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযানে ৮ জন মাওবাদীর মৃত্যু হল।
  • ২০১৭ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হলেন তেলেঙ্গানার ডুরিশেট্টি অনুদীপ। দ্বিতীয় হলেন দিল্লির অনু কুমারী। মোট ৯৯০ জন সফল হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন ৯,৫৭,৫৯০ জন।

আন্তর্জাতিক

  • বৈঠক করলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইন। দুদেশের সীমান্তে সেনামুক্ত অঞ্চলে পানমুনজম গ্রামের ‘পিস হাউজ’-এ কথা বললেন তাঁরা। ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের পর এই প্রথম দুই কোরিয়ার রাষ্ট্রনায়ক বৈঠকে বসলেন।
  • ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তাঁর স্ত্রী কেটের সদ্যোজাত সন্তানের নাম দেওয়া হল লুইস আর্থার চার্লস। প্রসঙ্গত, প্রিন্স ফিলিপের কাকা ও প্রিন্স চার্লসের মেন্টর লর্ড লুইস মাউন্টব্যাটেনের সঙ্গে এই নামের যোগসূত্র রয়েছে।
  • চিনের শানসি প্রদেশের একটি স্কুলে ছুরি নিয়ে হামলায় মৃত্যু হল ৭ জন পডুয়ার। গ্রেপ্তার হল সন্দেহভাজন। কোনো জঙ্গি যোগ নেই বলে পুলিশ দাবি করল।

খেলা

  • ভারতীয় হকি দলের অধিনায়ক পদে মনোনীত হলেন পি আর শ্রীজেশ। সম্প্রতি মনপ্রীত সিংয়ের নেতৃত্বে খেলে কমনওয়েলথ গেমসে ভালো ফল করতে পারেনি ভারীতয় দল। মহিলা দলের নেতৃত্বে থাকলেন রানি রামপালই।
  • এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে €উঠলেন ভারতের সাইনা নেহাওয়াল এবং এইচ এস প্রণয়। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত।
  • জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে রাজীব খেলরত্ন পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন।

বিবিধ

  • ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশে জিএসটি বাবদ ৭.৪১ লক্ষ কোটি টাকা কর আদায় হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এদিন এই তথ্য জানাল।
  • ভারতের অর্থনীতি সম্পর্কে রেটিং ‘বিবিবি মাইনাস’ রাখল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ফিচ। এর অর্থ স্থিতিশীল। গত ১২ বছর ধরে এই রেটিং একই রাখল ফিচ।
  • ১৪২৪ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পাচ্ছেন সন্তোষ রাণা। ‘রাজনীতির এক জীবন’ গ্রন্থের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। ৭৫ বছরের এই লেখক এক সময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।