কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ এপ্রিল ২০১৮

570
0
current-affairs-29042018-picture

জাতীয়

  • তামিলনাড়ুতে এআইএডিএমকে ভেঙে নতুন দল গড়ার সিদ্ধান্ত জানালেন শশিকলার ভাই ভি দিবাকরণ। দলের নাম আম্মা আনি অর্থাৎ মায়ের দল।
  • স্বাধীনতার পর এই প্রথম ভারত ও পাকিস্তান যৌথ সেনা মহড়ায় অংশ নিতে চলেছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার উরাল পার্বত্য অঞ্চলে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের ৮টি দেশ যে যৌথ মহড়ায় অংশ নেবে তারই অঙ্গ হিসাবে ভারত-পাকিস্তান এক সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। এদিন এই সংবাদ জানা গেল।
  • সিপিআই-এর সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন সুধাকর রেড্ডি।

আন্তর্জাতিক

  • ব্রিটিশ গুপ্তচর সংস্থা ‘এমআই৬’-এর শীর্ষ পদে আগামী বছর একজন মহিলা নিযুক্ত হবেন বলে ইঙ্গিত দিল সংস্থাটি। ১০৯ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মহিলা ওই পদে বসতে চলেছেন। তাঁর সাংকেতিক নাম ‘এম’।
  • মে ২০১৮ থেকেই উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষার সব কেন্দ্র বন্ধ করে দেবে। সেখানকার শাসক কিম জং উন এই প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে উন তাঁদের বৈঠককে উদ্ধৃত করে এই তথ্য জানালেন।
  • পূর্ব নেপালের টুমলিংটার অঞ্চলে ভারতের উদ্যোগে নির্মিত ৯০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ প্রকল্পের দপ্তরে বোমা বিস্ফোরণ হল। সামনের ১১ মে এটির উদ্বোধন করার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে বিশেষ ক্ষতি হয়নি।

খেলা

  • বার্সেলোনা ওপেনে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। এই নিয়ে তিনি ১১ বার এই খেতাব জিতলেন। গ্রিসের স্টেফানোস টিটিপাসকে এদিন ফাইনালে ৬-২, ৬-১ সেটে হারালেন তিনি। ক্লে কোর্টে এটি তাঁর ৪০১তম ম্যাচ জয়। সেমিফাইনালে ডেভিড গফিনকে হারিয়ে নাদাল ক্লে কোর্টে ৪০০তম ম্যাচ জিতেছিলেন। চতুর্থ ব্যক্তি হিসাবে তিনি এই নজির গড়লেন।
  • বিসিসিআই প্রদত্ত জীবনকৃতি সম্মানের প্রস্তাব খারিজ করে দিলেন ডায়ানা এডুলজি। সুপ্রিম কোর্ট নিযুক্ত ক্রিকেট প্রশাসক কমিটিতে তিনি রয়েছেন তাই এই পুরস্কার নিলে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠতে পারত। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন ডায়ানা।
  • সার্বিয়ার বেলগ্রেড উইনার্স বক্সিং চ্যাম্পিয়নশিপে ৩টি সোনা, ৫টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ জিতল ভারত। সোনা জিতেছেন সুমিত সাঙ্গওয়ান, হিমাংশু শর্মা এবং নিখাত জারিন।

বিবিধ

  • সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অ্যারামকোর পরিচালন পর্ষদে এলেন লিন লাভের্টি এলসেনহান্স। এই প্রথম কোনো মহিলা এই পদে এলেন। বাজারে অ্যারামকোর শেয়ার ছাড়ার প্রস্তুতি হিসাবে সংস্থার পলিচালন পর্ষদ ঢেলে সাজানো হচ্ছে।