কেরিয়ার কাউন্সেলিং

1450
3
career-counselling-picture

প্রশ্ন: আমি বাংলায় এমএ, বিএড করেছি। বর্তমানে দূরশিক্ষায় এডুকেশন নিয়ে এমএ করছি, চূড়ান্ত বর্ষ চলছে। পূর্বে কম্পিউটার নিয়ে ডিপ্লোমা কোর্সটিও করা আছে। এসএসসি ছাড়া আর কি ধরনের চাকরির সুযোগ রয়েছে আমার যোগ্যতায়? – তন্ময় ব্যানার্জি, পশ্চিম মেদিনীপুর।

উত্তর: রেগুলার কোর্স বা দুরশিক্ষায় পড়াশুনা করলে বিশ্ববিদ্যালয়টি যদি ইউজিসি অনুমোদিত হয়, কোনো সমস্যা থাকে না। তবে যেহেতু রেগুলার কোর্সে অনেক রেফারেন্স বা টেক্সট বুকের প্রয়োজন পড়ে, তাই পড়ার পরিধিটা একটু বড় হয়। তুমি যেহেতু এডুকেশন নিয়ে পড়েছো, অনেক পরীক্ষাতেই বসার সুযোগ পাবে। যেমন ধরো বিদ্যালয় পরিদর্শকের চাকরি বা শিক্ষা দপ্তরে বিভিন্ন বিভাগে চাকরি। তবে এই ধরনের পরীক্ষা নিয়ে থাকে পিএসসি। পিএসসি পরিচালিত বিগত বছরের প্রশ্নপত্র সম্বলিত বই উল্টেপাল্টে দেখতে পারো। সঠিক ধারণা জন্মাবে। তবে ইদানীং এই ধরনের বেশ কিছু পরীক্ষাতেই অ্যাডহক বেসিস বা কনসলিডেটেড পেমেন্ট বেসিসে নিয়োগ হচ্ছে। তাই বিজ্ঞান পড়ে আবেদন করো। আর কম্পিউটার দক্ষতা থাকলে খুব ভালো। আমার মনে হয় পিএসসি দিয়ে সরকারি স্তরে চাকরি করাটাই খুব ভালো। তুমি আগে ভেবে নাও কোন চাকরিতে তুমি বেশি স্বচ্ছন্দবোধ করবে। তারপর সিদ্ধান্ত নাও। আর নিয়মিত অনুশীলন করলে তুমি অনেকদূর এগোতে পারবে।

প্রশ্ন: কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৮৯. শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ করেছি। ওই একই স্কুল থেকে ৭৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছি। সাধারণ গ্রাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ছাড়া অন্যক্ষেত্রে কি ভালো সুযোগ পাওয়া যেতে পারে, সরকারি হোক বা বেসরকারি? – রিয়া সাহা, নিউ আলিপুর।

উত্তর : তুমি একটা গুরুত্বপূর্ণ কথাই উল্লেখ করোনি। তুমি কোন স্ট্রিম নিয়ে প্লাস টু প্লাস করেছো, সেটা বলা নেই। তবে বিজ্ঞানের বিষয় নিয়ে এগোতে চাইছো যখন তখন ধরেই নিচ্ছি, তুমি নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়াশুনা করেছো। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও অনেক বিষয় আছে, যেগুলো নিয়ে এগিয়ে যাওয়া যায়। তুমি কোর বিষয় নিয়ে পড়, তাহলে একটু সময় লাগলেও অনেক নতুন নতুন বিষয় নিয়ে কেরিয়ার শুরু করতে পারো। মাল্টিমিডিয়া, মাস কম, ব্রডকাস্টিং টেকনিসিয়ান হিসেবে কেরিয়ার শুরু করতে পারো। হতে পারে প্যারামেডিক স্টাফ বা অ্যাসিস্ট্যান্ট। যদি ভালো লাগে বিভিন্ন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেতে পারো। এছাড়া এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে এগোতে পারো। ভারতে এ ধরনের কোর সাবজেক্ট নিয়ে পড়ার পর বেশ কিছু ইন্সটিটিউট আছে যারা অ্যাডভাসন্ড স্টাডি করায়। বিটেক, এমটেকও করতে পারো। এর বাইরে এমসিএ- মতো পথও খোলা রয়েছে।