ইউপিএসসির মাধ্যমে ৫৯ অফিসার

635
0

কেন্দ্রের বিভিন্ন দপ্তরে ৫৯ জন মার্কেটিং অফিসার ও লেকচারার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর ০৮/২০১৮। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

মার্কেটিং অফিসার (সার্ভে, ট্রেনিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল), ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড ইনস্পেকশন, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার, কোঅপারেশন অ্যান্ড ফারমার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড ফারমার্স ওয়েলফেয়ার (ভ্যাকান্সি নম্বর ১৮০৪০৮০১৫২৮): শূন্যপদ ২৮ (অসংরক্ষিত ৮, ওবিসি ৮, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৫)। বেতনক্রম: সপ্তম সিপিসি, লেভেল ৭ পে ম্যাট্রিক্স। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। যোগ্যতা: ১) এগ্রিকালচার/ বটানি/ এগ্রিকালচারাল ইকোনমিক্স/ এগ্রিকালচারাল মার্কেটিং/ ইকোনমিক্স/ ইকোনমিক্স সহ কমার্সে মাস্টার। ২) ক্রিয়েটিভ মার্কেটিং সহ এগ্রিকালচারাল মার্কেটিংয়ে দু বছরের অভিজ্ঞতা অথবা মার্কেটিং ম্যানেজমেন্টে ডিপ্লোমা।

লেকচারার (ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), ডিপার্টমেন্ট অব ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, গভর্নমেন্ট অব এনসিটি দিল্লি (ভ্যাকান্সি নম্বর ১৮০৪০৮০৫৫২৮): শূন্যপদ ২৪ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। যোগ্যতা: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি। বেতনক্রম: ১৫৬০০-৩৯১০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

লেকচারার (প্লাস্টিক টেকনোলজি), ওপরের মতো একই বিভাগে (ভ্যাকান্সি নম্বর ১৮০৪০৮০৬৫২৮): শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। বেতনক্রম: ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা। যোগ্যতা: প্লাস্টিক টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

সব পদের ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১৭ মে ২০১৮ তারিখের মধ্যে। সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

আবেদনের ফি: ২৫ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনো শাখায় নগদে অথবা এসবিআই নেটব্যাঙ্কিং, অথবা যে-কোনো ব্যাঙ্কের ভিসা/ মাস্টার ক্রেডিট/ ডেবিট কার্ডের মাধ্যমেও ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। নিজের ছবি, প্রাসঙ্গিক প্রমাণপত্র সমূহ ইত্যাদি ওয়েবসাইটে দেওয়া নির্দেশ মতো স্ক্যান করে রাখতে হবে আপলোড করার জন্য। অনলাইন আবেদন করা যাবে ১৭ মে ২০১৮ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট নেওয়া যাবে ১৮ মে ২০১৮ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত।