কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০১৮

611
0
current-affairs-15052018-picture

জাতীয়

  • কর্নাটক বিধানসভার নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেল না। বিজেপি, কংগ্রেস এবং জনতা দল (ইউনাইটেড) পেল যথাক্রমে ১০৪, ৭৮ এবং ৩৭টি আসন। ২২৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২২২টিতে।
  • অনিচ্ছাকৃত খুনের মামলায় কারাবাস থেকে নভজ্যোত সিং সিধুকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট। ১০০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এক পথচারীকে পিটিয়ে হত্যার মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাঁকে ৩ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছিল।
  • বারাণসীতে একটি নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ল পথচারীদের ওপর। এই ঘটনায় মৃত্যু হল ১৮ জনের।

আন্তর্জাতিক

  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘দেশদ্রোহী’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে অভিযোগ উঠল পাকিস্তানের তিনটি প্রাদেশিক আইন সভায়। বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ শরিফকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাল। গত সপ্তাহে নওয়াজের একটি সাক্ষাৎকার নিয়েই এই পরিস্থিতি। তিনি সেখানে মন্তব্য করেছিলেন, মুম্বই হামলায় পাক মদতপুষ্ট জঙ্গিরাই দায়ী।
  • গাজায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিচালনার ঘটনায় ইজরায়েলের কড়া সমালোচনা করল রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দপ্তর। এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল ৬০। আহত হয়েছেন ২৭০০-এরও বেশি প্যালেস্তানীয় বিক্ষোভকারী।

খেলা

  • অস্ট্রেলিয়া ক্রিকেটের জাতীয় নির্বাচকের পদ ছাড়ছেন মার্ক ওয়া। আগামী ৩১ মে চুক্তি শেষ হওয়ার পর আর ওই পদে থাকবেন না বলে এদিন জানালেন তিনি। এরপর ক্রিকেট ধারাভাষ্যকারের কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি-এর চেয়ারম্যান নিযুক্ত হলেন শশাঙ্ক মনোহর। ২০১৬ সালে তিনি প্রথমবার ওই পদে বসেছিলেন। আরও ২ বছরের জন্য বিশ্ব ক্রিকেটের চেয়ারম্যান পদে বসলেন তিনি। এই সময়ে বিশ্ব ক্রিকেট পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
  • বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন কোচ গর্ডন গ্রিনিজকে সম্মান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৯৯৯ সালে তাঁর প্রশিক্ষণেই প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে খেলার ডাক পেয়েছিল বাংলাদেশ।

বিবিধ

  • পেট্রোলের মূল্যবৃদ্ধি ভেঙে দিল গত ৫৮ মাসের রেকর্ড। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৭৭.৭৯ টাকা।
  • গত এপ্রিল মাসে দেশের বাণিজ্য ঘাটতি ছিল ১৩৭০ কোটি ডলার। ২০১৭-র এপ্রিলের তুলনায় ২০১৮-র এপ্রিল মাসে রপ্তানি ও আমদানি যথাক্রমে ৫.১৭ এবং ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন একথা জানাল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।
  • সরকারি কর্মীদের পেনশন পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক নয় বলে জানালেন কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
  • জানুয়ারি-মার্চের ত্রৈমাসিকে ১৩৪১৬.৯১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নীরব মোদীর আর্থিক দুর্নীতিতেই এই রেকর্ড ক্ষতির মুখে পড়ল পিএনবি।