স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৫১ ইঞ্জিনিয়ার

725
0
Engineer job

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তির ভিত্তিতে ৫১ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল ও ইলেক্ট্রিক্যাল) এবং বায়োনমেডিকেল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

(১) রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2018/148, তারিখ: ২৩/০৫/২০১৮। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২, শারীরিক প্রতিবন্ধী ১)।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩১৮০০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১) কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা। ২) এমএস অফিস ও বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: স্ক্রিনিং, লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ, ওবিসি বি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ টাকা। অফলাইন ও অনলাইন দুভাবেই ফি দেওয়া যাবে। অফলাইনে ফি দেওয়া যাবে ৫ জুন ২০১৮ তারিখ পর্যন্ত, ব্যাঙ্কের সময়সীমার মধ্যে।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে, ৩১ মে ২০১৮ মধ্যরাত পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে। নথিপত্র যাচাইয়ের সময় দরকার হবে। অনলাইন আবেদন চূড়ান্তভাবে সাবমিট করতে হবে ১১ জুন ২০১৮ মধ্যরাত পর্যন্ত।

(২) রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2018/149, তারিখ ২৩/০৫/২০১৮। সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল ও ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি বি ১)।

পারিশ্রমিক: প্রতি মাসে ২০৮০০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): ১) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা। ২) এমএস অফিস সহ বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ১) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সঙ্গে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা। ২) এমএস অফিস সহ বেসিক কম্পিউটারের অভিজ্ঞতা।

প্রার্থী বাছাই পদ্ধতি: স্ক্রিনিং, লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি ও পদ্ধতি পূর্বে উল্লেখ করা হয়েছে।

(৩) রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2018/150, তারিখ ২৩/০৫/২০১৮। বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ১)।

পারিশ্রমিক: প্রতি মাসে ৩৫০০০ টাকা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১) এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্সে বিই/ বিটেক ডিগ্রি সঙ্গে বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশনে পিজি ডিপ্লোমা। অথবা ২) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশন/ এমএসসি (ইলেক্ট্রনিক্স)-এ এমএসসি, সঙ্গে এমএসসি পাশ করার পর বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা।

শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

প্রার্থী বাছাই পদ্ধতি: স্ক্রিনিং, লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি ও পদ্ধতি ওপরের মতো।