বিহার পাওয়ার কোম্পানিতে ১৭৫ ক্লার্ক

643
0
Bihar Clerk Picture

বিহার স্টেট পাওয়ার কোম্পানি লিমিটেডে ৩৫০ জন জুনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক নিয়োগ করা হবে। তার মধ্যে ১৭৫টি পদ অসংরক্ষিত (১১৫টি সাধারণ, ৬০টি মহিলাদের জন্য)। অসংরক্ষিত পদগুলির জন্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারেন, অর্থাৎ তাঁরা সংরক্ষণের কোনো সুবিধা পাবেন না। বিজ্ঞপ্তি নম্বর ০৪/২০১৮।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স গ্র্যাজুয়েট। বাছাই প্রার্থীদের দু বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।
পারিশ্রমিক: প্রবেশন পিরিয়ড চলাকালীন ৯২০০-১৫৫০০ টাকা। প্রবেশন পিরিয়ডের শেষে লেভেল ফোর অনুযায়ী ২৯২০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩৭ বছরের মধ্যে।
প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ১৫০০ টাকা। নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি: www.bsphcl.bih.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। আবেদন করা যাবে ৩১ মে ২০১৮ সন্ধ্যা ৬টা পর্যন্ত।