কারেন্ট অ্যাফেয়ার্স ১ জুন ২০১৮

479
0
current-affairs-01062018-picture

জাতীয়

  • তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কাঞ্চনাথম গ্রামে কুপিয়ে হত্যা করা হল ৩ দলিত যুবককে। অভিযোগের তীর উচ্চবর্ণের হিন্দুদের দিকে। উচ্চবর্ণের দুই ব্যক্তির সামনে পায়ের উপর পা তুলে বসেছিলেন এই ছিল তাঁদের ‘অপরাধ’।
  • দেশের ২২ রাজ্যে ১০ দিনের ধর্মঘট শুরু করলেন কৃষকরা। ১৭২টি কৃষক সংগঠনের ডাকে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে ‘গাঁও বন্‌ধ’। কৃষি ঋণ মকুব, ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি এবং আয়ের নিশ্চয়তার দাবিতে এই আন্দোলন শুরু হল।
  • ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় অন্যতম ষড়যন্ত্রকারী আহমেদ শেখকে গ্রেপ্তার করল পুলিশ। গুজরাটের ভালসাদ থেকে তাকে ধরা হয়েছে।
  • উপ সেনাপ্রধান নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ অ্যানবু।

আন্তর্জাতিক

  • স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে পরাজিত হলেন। সংসদে ১৬৯-১৮০ ভোটে হেরে পপুলার পার্টির এই নেতা গদি ছাড়তে বাধ্য হলেন। সমাজতন্ত্রী দলের নেতা পেদ্রো ম্যাকেজ নতুন প্রধানমন্ত্রী হলেন। ২০১১ সালে এই পদে বসেছিলেন রাজয়।
  • ইতালির প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন গিউসেপ্পে কোন্তে (৫৩)। গত ৪ মার্চ সাধারণ নির্বাচন হলেও কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে বিলম্ব হল।
  • ‘ভোগ’ পত্রিকার আরব সংস্করণে জুন মাসের প্রচ্ছদে ছাপা হল সৌদি আরবের রাজকুমারী হায়ফা বিন্ত আবদুল্লাহ আল সৌদের ছবি। গাড়ি চালকের ভঙ্গিতে ছবিটি তোলা হয়েছে। রক্ষণশীলতার বিরুদ্ধে তিনি পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন বলে জানিয়েছেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে মে মাসে কর্মহীন মানুষের হার ছিল ৩.৮ শতাংশ যা গত ১৮ বছরে সর্বনিম্ন বলে জানানো হল।

খেলা

  • কন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে বড় জয় পেল ভারত। মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ৫-০ গোলে ভারত জয়ী হল চাইনিজ তাইপের বিরুদ্ধে। হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। দেশের হয়ে ৯৯টি ম্যাচে ৫৯টি গোল করলেন তিনি। এর মধ্যে ৩টি হ্যাটট্রিক, যা অন্য কোনো ভারতীয়ের নেই। সর্বকালের আন্তর্জাতিক স্কোরারদের ক্ষেত্রে তাঁর ক্রম ২০ নম্বরে।
  • লর্ডসে প্রদর্শনী টি ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৭২ রানে জয়ী হল বিশ্ব একাদশের বিরুদ্ধে। ‘ইরমা’ ও ‘মারিয়া’ হ্যারিকেন ঝড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষতিগ্রস্ত ৫টি স্টেডিয়াম সংস্কারের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছিল আইসিসি। ধারাভাষ্যকার নাসের হুসেন এদিন স্লিপে দাঁড়িয়ে ধারাভাষ্য দিলেন।
  • আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে আরও ৪টি দেশের নাম যুক্ত হয়ে ক্রম বেড়ে হল ১৬। নতুন যুক্ত হল নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি।
  • ফোর্স ইন্ডিয়া ফর্মুলা ওয়ান দলের ডিরেক্টরের পদ ছাড়লেন বিজয় মালিয়া।

বিবিধ

  • রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৪৮ টাকা (ভর্তুকিহীন) এবং ভর্তুকিযুক্ত গ্যাসে ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হল। কলকাতায় এই দুই সিলিন্ডারের দাম বেড়ে হল যথাক্রমে ৭২৩.৫০ টাকা এবং ৪৯৬.৬৫ টাকা। বিমান জ্বালানির দাম ৭ শতাংশ বাড়ল যা ৪ বছরে সর্বোচ্চ। প্রতি লিটার কেরোসিনের দাম বাড়ল ২৭ পয়সা।
  • গত মে মাসে ৯৪০১৬ কোটি টাকা জিএসটি বাবদ সংগ্রহ হয়েছে বলে জানাল কেন্দ্র।