হাইমাদ্রাসার ফল প্রকাশেও মেয়েরা নজর কাড়ল

390
0

হাইমাদ্রাসা, ফাজিল ও আলিম-এর ফল প্রকাশ হল। এই সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রেও মেয়েদের জয়জয়কার, উৎসাহব্যঞ্জক। হাইমাদ্রাসায় দ্বিতীয় হয়ে একই সঙ্গে নজির গড়ল কালিয়াচকের মেয়ে মেহবুবা ইয়াসমিন। তার প্রাপ্ত নম্বর ৭৫৩। প্রথম হয়েছে মুর্শিদাবাদের পামাইপুর হাইমাদ্রাসার তৌফিক আনোয়ার। তার প্রাপ্ত নম্বর ৭৫৩। তৃতীয় মুর্শিদাবাদের ভাটসালা হাই মাদ্রাসার ওয়ালিউর রহমান (৭৪৭)। মেহবুবা ইয়াসমিনের বাবা মা দুজনেই প্রাথমিক স্কুলের শিক্ষক। সে নিজেও একজন শিক্ষক হয়ে উঠতে চায় এবং সমাজে নিরক্ষরতা দূরীকরণে অংশ নিতে চায়। ইয়াসমিনের স্বপ্ন যদি শিক্ষিকা হয়ে ওঠা তবে তৌফিকের স্বপ্ন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া। আবার ওলিউর রহমানের ইচ্ছে বড় হয়ে সে ডাক্তার হয়। উল্লেখ্য, এবার হাই মাদ্রাসায় পাশের হার গত বারের থেকে যেমন বৃদ্ধি পেয়েছে অন্যদিকে উল্লেখযোগ্যভাবে ছাত্রীর সংখ্যা ছিল বেশি। তিন বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থী ৬৪ হাজার ৯৭৪, তার মধ্যে ২১ হাজার ৭৩৪ জন ছাত্র, ৪৩ হাজার ২৪০ জন  ছাত্রী। এই পরিসংখ্যানই বলে দেয় সংখ্যালঘু নারী শিক্ষার হার কিছুটা হলেও অগ্রগতির দিকে। পড়াশোনা করার ইচ্ছায় মেয়েদের এই এগিয়ে আসা উল্লেখযোগ্য।

এবারে হাইমাদ্রায় পাশের হার ৮২.০৪ শতংশ। আলিম-এ ৮২.৬৭ শতাংশ এবং ফাজিল-এ ৮৬.৮৮ শতাংশ। আলিম পরীক্ষায় প্রথম হয়েছে হুগলির ফরিফুরা ফতেহিয়া সিনিয়ার মাদ্রাসার আবু বক্কর দালাল। দ্বিতীয় হয়েছে মহম্মদ সানোয়ার হোসেন পাইক। তৃতীয় মর্শিদাবাদের হোসেন নগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পারভেজ আলম। ফাজিল পরীক্ষায় প্রথম হয়েছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙার নাজমুস সাদাত। দ্বিতীয় হুগলির মহম্মদ মহিউদ্দিন মুস্তাফা। তৃতীয় ফারুক আবদুল্লা মণ্ডল। ফলাফলের নিরিখে মুর্শিদাবাদ জেলা থেকেই পাঁচ জন প্রথম দশে সাফল্য অর্জন করে নজির সৃষ্টি করেছে।