সেন্ট্রাল রেলে অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ

515
0
nfr railway apprentice 2022

সেন্ট্রাল রেলে বিভিন্ন পদে ১৩৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে। সেন্ট্রাল রেলের মুম্বই ডিভিশনের অবসরপ্রাপ্ত প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। BB/P/782/G/Re-Engagement.

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: মেকানিক্যাল: শূন্যপদ ৪৩ (এসএসই ১, ফিটার ৪০, কার্পেন্টার ২)।

ক্রমিক সংখ্যা ২: মেক (সিডিএ এলটিটি): শূন্যপদ ৯০ (টেকনিশিয়ান থ্রি)।

ক্রমিক সংখ্যা ৩: মেক (ডিএসএল সিএলএ): শূন্যপদ ২৩ (টেকনিশিয়ান- ই উইং ১৩, টেকনিশিয়ান টিঅ্যান্ডসি উইং ৪, টেকনিশিয়ান ৬)।

ক্রমিক সংখ্যা ৪: ট্র্যাকশন: শূন্যপদ ১০৪ (এসএসই ১২, এমসিএম ফিটার ১, ফিটার ওয়ান ১০, এমসিএম মেন্টেইনার ২, মেন্টেইনার ওয়ান ১০, খালাসি ৬৯)।

ক্রমিক সংখ্যা ৫: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ১০৮ (এসএসই ৬, জেই ৪, ওয়ারম্যান ওয়ান ৩৩, ইলেক্ট্রিশিয়ান ওয়ান ৯, রেফ্রিজারেটর মেকানিক ওয়ান ৪, টেকনিশিয়ান ওয়ান ৫, খালাসি ৪৭)।

ক্রমিক সংখ্যা ৬: টিআরএস সিএলএ: শূন্যপদ ২২০ (সুপারভাইজার ৩০, আর্টিজান ১৯০)।

ক্রমিক সংখ্যা ৭: পার্সোনেল: শূন্যপদ ১৫ (স্টেনোগ্রাফার)।

ক্রমিক সংখ্যা ৮: কমার্শিয়াল: শূন্যপদ ১৭০ (কমার্শিয়াল ক্লার্ক ৭৭, টিকিট কালেক্টর ৯৩)।

ক্রমিক সংখ্যা ৯: সিভিল: শূন্যপদ ৩৪১ (এসএসই ৪, জেই ৪, জেই ডব্লুকেএস ৪, এসকেভি ওয়েল্ডার ২, মিনিস্টেরিয়াল স্টাফ ১৭, ম্যাসন ২০, কার্পেন্টার ২০, জেনারেল ফিটার ২৮, প্লাম্বার ফিটার ৪, পেইন্টার ৬, ব্ল্যাকস্মিথ ৪, ট্র্যাক মেন্টেনার ১১৩, খালাসি ৯৯, মালি খালাসি ১৬)।

ক্রমিক সংখ্যা ১০: এসঅ্যান্ডটি: শূন্যপদ ২৪১ (এসএসই ২, জেই ১৬, এমসিএম ইএসএম ৪, ইএসএম ওয়ান ৯৯, জেই ১৯, এমসিএণ টিসিএম ১, টিসিএম ওয়ান/ ডব্লুটিএম ওয়ান ৪৩, হেল্পার ৫০, টিফ অফিস সুপারিন্টেডেন্ট ২, সিনিয়র ক্লার্ক ৫)।

ক্রমিক সংখ্যা ১১: লোকো: শূন্যপদ ৪১ (ক্রিউ কন্ট্রোলার)।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://www.cr.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ২২ জুন ২০১৮ তারিখের মধ্যে Central Rail, Mumbai Division, Sr DPO’s Office-এ। কাজের সময়সীমা সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।