এসএসসির ২০১৭-র জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত

567
1
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্ট) পরীক্ষার চূড়ান্ত ফল অনু্যায়ী যাঁরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যোগ্যতা অর্জন করেছেন তাঁদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই পরীক্ষার পেপার-ওয়ানের ফল বেরিয়েছিল গত ১৩ এপ্রিল, তারপর সফল প্রার্থীদের পেপার-টু পরীক্ষা নেওয়া হয়েছিল ২৯ এপ্রিল। সিভিল ও কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্র্যাক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ১২৮০ জন ও ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ৩১৯ জন সফল হয়েছেন। পরীক্ষার্থীদের পাওয়া নম্বরের তালিকা কিছুদিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে।

চূড়ান্ত ফল ঘোষণার বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:

http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/results/results_pdf/writeup_je17_22062018.pdf

সফল প্রার্থীদের পুরো তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে:

http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/results/results_pdf/je17_result_civil_22062018.pdf