উত্তরবঙ্গে লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্সে ভর্তি

1113
0
Current affairs 3rd August

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ভর্তি শুরু হবে। বিজ্ঞপ্তি নম্বর: 69/R-2018, Date: 03.07.2018.

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট/ অনার্স গ্র্যাজুয়েট/ জেনারেল গ্র্যাজুয়েট (তিন বছরের কোর্স)। ২০১৫ সাল বা তার আগে পোস্ট গ্র্যাজুয়েট/ আন্ডার গ্র্যাজুয়েট পাশ করে্ থাকলে আবেদন করবেন না।

আবেদেনর ফি: ১৫০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি, বিপিএল ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৬০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.nbu.ac.in বা www.nbuonline.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে ৪ জুলাই থেকে ১৫ জুলাই ২০১৮ রাত ১২টা পর্যন্ত। প্রভিশনাল মেরিট লিস্ট (যাঁদের নথিপত্র যাচাই হবে) জানা যাবে ১৮ জুলাই ২০১৮ তারিখে। নথিপত্র যাচাই হবে ১৯, ২০ ও ২১ জুলাই ২০১৮ সকাল ১১টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।