কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুলাই ২০১৮

416
0

জাতীয়

  • আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য দিল্লি হাইকোর্টে দাবি জানাল সিবিআই।
  • পুলিশের সর্বোচ্চ পদে (ডিরেক্টর জেনারেল) নিয়োগ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে ডিজি নিয়োগে রাজ্য সরকারগুলির একচেটিয়া ক্ষমতা খর্ব হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৬ সালে দুই প্রাক্তন ডিজিপি প্রকাশ সিং এবং এন কে সিংয়ের করা জনস্বার্থ মামলায় কার্যত পুলিশের উচ্চপদে নিয়োগে বিবিধ সংস্কার আনা হল।

আন্তর্জাতিক

  • ইরানের আকাশ থেকে ইজরায়েল মেঘ চুরি করেছে বলে অভিযোগ করল তেহেরান। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালানি এই অভিযোগ তুলে বলেছেন, আচমকা ইরানের জলবায়ু পরিবর্তন সন্দেহজনক।
  • মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নজিব রজাককে গ্রেপ্তার করল পুলিশ। আয়ের সঙ্গে সঙ্গতিহীন ২৭ কোটি ডলার সম্পত্তির অভিযোগে মামলা শুরু হয়েছে তাঁর বিরুদ্ধে।
  • ‘অনিবার্য কারণে’ ৬ জুলাই ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের নির্ধারিত বৈঠক স্থগিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন জানানো হল, ওই সময়ে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পোয়া উত্তর কোরিয়া সফর করবেন। পরমাণু নিরস্ত্রীকরণের চুক্তি সংক্রান্ত তৎপরতায় তিনি তড়িঘড়ি পিয়ং ইয়ং যাচ্ছেন বলে জানা গেছে।

খেলা

  • আসন্ন এশিয়াডে ৩৬টি বিভাগে ৫২৪ জন অ্যাথলিট পাঠাবে ভারত। তাঁদের মধ্যে ২৭৭ জন পুরুষ, ২৪৭ জন মহিলা। বিগত এশিয়াডে ২৮ বিভাগে ভারতের ৫৪১ জন প্রতিযোগী ছিলেন। এদিন এই তথ্য জানানো হল।
  • আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ৭৬ বলে ১৭২ রান করলেন।
  • ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে চ্যাম্পিয়ন হল ভারত ‘এ’ দল। অন্য দুই প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ এবং ইংল্যান্ড লায়ন্স।
  • বিশ্বকাপ ফুটবলের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইডেন ১-০ গোলে হারাল সুইজারল্যান্ডকে। অন্য প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাই ব্রেকারে ইংল্যান্ড ৪-৩ গোলে হারাল কলম্বিয়াকে। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত ছিল।

বিবিধ

  • দেশের জিডিপি হিসাবের জন্য ভিত্তিবর্ষ হবে ২০১৭-১৮। খুচরো মূল্যবৃদ্ধি হিসাবের জন্য ভিত্তিবর্ষ হবে ২০১৮ সাল। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রী সদানন্দ গৌড়া এই পরিবর্তনের সিদ্ধান্ত জানালেন।
  • বাণিজ্য যুদ্ধে ২০০৮ সালের মতো মন্দা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করল ফরাসি সরকারের আর্থিক পরামর্শদাতা কমিটি।