সিএইচএসএল সফল প্রার্থীদের জন্য ডাকবিভাগের বিজ্ঞপ্তি

400
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৬-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এগজামিনেশনের পরীক্ষার মাধ্যমে যাঁরা ডাকবিভাগে পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থী হয়েছিলেন, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ সার্কলের প্রার্থীদের নামের তালিকা ও নিয়োগ সুপারিশ রাজ্য সার্কলে পৌঁছেছে। সফল প্রার্থীদের এবার বেছে নিতে হবে রাজ্য সার্কলের ৪৫টি ডিভিশন/ইউনিটের মধ্যে কোনটিতে নিয়োগ পেতে চান। ডিভিশন/ইউনিট পছন্দের পরম্পরা জানাতে হবে ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কলকে। সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিস থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব পোস্টাল সার্ভিসেস (রিক্রুটমেন্ট) ২ জুলাই ২০১৮ তারিখের এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন, বিজ্ঞপ্তি নম্বর Rectt/R-8lDirect Quota/2016-17/Allotment. যাঁরা পছন্দের তালিকা দেবেন না তাঁদের জন্য বাড়ির ঠিকানা বুঝে অন্য কোনো ডিভিশন/ইউনিটে শূন্যপদ থাকলে বরাদ্দ করা হবে। তাই ৪৩টি ডিভিশন/ইউনিটই পছন্দের ক্রমান্বয়ে জানালে নিয়োগ সম্ভাবনা বাড়ে। মাত্র দুয়েকটি ডিভিশন/ইউনিট নির্বাচন করলে সুযোগ কমে যেতে পারে, আরও মেধাবীরা শূন্যপদের দাবিদার হলেই।

পছন্দতালিকা পাঠাতে হবে ইমেল করে (pasawestbengalallotment2016@gmail.com) বা রেজিস্টার্ড/স্পিড পোস্টে। পৌঁছনো চাই ১৭ জুলাইয়ের মধ্যে, এই ঠিকানায়: Assistant Director of Postal Service (Rectt), Department of Posts, O/o The Chief Postmaster General, West Bengal Circle, Yogayog Bhawan, Kolkata-7ooo12.

পছন্দতালিকা জানাতে হবে নির্দিষ্ট বয়ানে। বয়ান পাবেন এই লিঙ্কে: http://www.westbengalpost.gov.in/docs/upload/0bd8120a5c535f6ee80f44d66b6f3769.pdf

কোন ডিভিশন/ইউনিটে শূন্যপদ কত জানতে পারবেন এই লিঙ্কে: http://www.westbengalpost.gov.in/docs/upload/cb93168d5776af6d40f3105088167f75.pdf

পছন্দতালিকা জানানোর নির্দেশের মূল বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalpost.gov.in/docs/upload/17a53d1a012580ef609b70ef6a25d1f1.pdf