কারেন্ট অ্যাফেয়ার্স ৫ জুলাই ২০১৮

828
0

জাতীয়

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৩৪ হাজার কোটি টাকার কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত জানালেন। তবে একই সঙ্গে প্রতি লিটার পেট্রোলে ১.১৪ টাকা ও ডিজেলে ১.১২ টাকা করে অতিরিক্ত কর বসানোর সিদ্ধান্ত জানালেন তিনি।
  • সব ধর্মের মানুষকেই পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার অনুমতি দেওয়া যায় কীনা তা মন্দির কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্ট।

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের শরণার্থী নীতির প্রতিবাদে স্ট্যাচু অব লিবার্টিতে উঠে গেলেন এক কৃষ্ণাঙ্গ মহিলা। তাঁর নাম টেরেস প্যাট্রিশিয়া ওকুমু। পরে দীর্ঘ চেষ্টায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। তিনি ‘রাইজ অ্যান্ড রেজিস্ট’ গোষ্ঠীর হয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন।
  • থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে কিশোর ফুটবলার, কোচসহ ১৩ জনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য ও পানীয়। তাঁদের ছবিও প্রকাশ করা হল। তবে সঙ্কীর্ণ গুহার জলবন্দি পথ দিয়ে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ১৩ জনের একজনকেও।
  • পারদ স্পর্শ করল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গরমের দাপটে কানাডায় এ মরসুমে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। শুধু মন্ট্রিয়লেই গরমে মৃত্যু হয়েছে ১২ জনের।

খেলা

  • ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। এদিন ছিল তাঁর ২৩ তম জন্মদিন। ব্যাডমিন্টনের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নিজের তৃতীয় স্থানও ধরে রেখেছেন তিনি। এই র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এলেন কিদাম্বি শ্রীকান্ত। সাইনা নেহাওয়াল পেলেন নবম স্থান। তবে সাইনা এদিন ইন্দোনেশিয়া ওপেনের প্রি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন। অন্য ম্যাচে জয় পেলেন এইচ এস প্রণয়।
  • নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ।
  • অনূর্ধ্ব ১৬ চার দেশীয় ফুটবলের সি এফ এ ইন্টারন্যাশনাল কাপে থাইল্যান্ডের কাছে ১-৩ গোলে হেরে গেল ভারত।

বিবিধ

  • ডলারের সাপেক্ষে টাকার দাম হল ৬৮.৯৫ টাকা প্রতি ডলার। এই প্রথম এত নীচে নেমে গেল টাকার দাম।
  • ব্রেক্সিট চুক্তি তাদের পক্ষে অনুকূল না হলে ব্রিটেন ছেড়ে অন্য দেশে লগ্নী করার কথা জানালো গাড়ি সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার। গত এক দশকে ফোর্ডের থেকে সংস্থার মালিকানা টাটা মোটরসের হাতে আসার পর ৫ হাজার কোটি পাউন্ড বিনিয়োগ করা হয়েছে সংস্থায়।
  • ব্যাঙ্ক অব চায়না-কে ভারতে শাখা খোলার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অনুমতি দিয়েছে বলে জানা গেল।