রাজ্যে ১৪৩৭ স্পেশ্যালিস্ট ডাক্তার নিয়োগ

540
0
medical officer recruitment
Doctor in front of a bright background

রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগে ১৪৩৭ জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (স্পেশ্যালিস্ট) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর R/MO(Sp)/50(1)/2018. নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস (বেসিক গ্রেড)-এ। পদগুলি অস্থায়ী, তবে স্থায়ী হবার সম্ভাবনা আছে। এই পদের মূল বেতন ১৫৬০০-৪২০০০, সঙ্গে গ্রেড পে ৫৪০০ টাকা ও নন-প্র্যাক্টিসিং সহ অন্যান্য ভাতাও আছে। নিচের মতো যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারেন, তবে সংরক্ষেণের সুবিধা পাবেন কেবল এরাজ্যে প্রার্থীরা। আবেদন করতে হবে অনলাইনে, আগামী ১৮ জুলাই পর্যন্ত, রাত ৮টার মধ্যে।

শূন্যপদের বণ্টন: জেনারেল মেডিসিন ১৬৮ (অসংরক্ষিত ৮৭, তপশিলি জাতি ৩৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি এ ১৭, ওবিসি বি ১২, শারীরিক প্রতিবন্ধী ৪)। জেনারেল সার্জারি ১৬৮ (অসং ৮৭, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১১, ওবিসি এ ১৮, ওবিসি বি ১২, শাঃপ্রঃ ৪)। গাইনিকোলজি ১৩১ (অসং ৫৬, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ১০, ওবিসি এ ১৯, ওবিসি বি ১২, শাঃপ্রঃ ৪)। অ্যানেস্থেশিয়া ২৩১ (অসং ১১৯, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ১৪, ওবিসি এ ২৩, ওবিসি বি ১৬, শাঃপ্রঃ ৬)। ফথ্যামোলজি ৯৫ (অসং ৪৩, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ৭, ওবিসি এ ১২, ওবিসি বি ৮, শাঃপ্রঃ ৩)। অটোরাইনোল্যারিঞ্জোলজি ১০২ (অসং ৪৭, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ৭, ওবিসি এ ১২, ওবিসি বি ৮, শাঃপ্রঃ ৩)। ডার্মেটোলজি ৭ (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)। প্যাথোলজি ৫৩ (অসং ২৩, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৪, ওবিসি এ ৬, ওবিসি বি ৫, শাঃপ্রঃ ১)। বায়োকেমিস্ট্রি ৬৬ (অসং ৩৩, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৪, ওবিসি এ ৭, ওবিসি বি ৫, শাঃপ্রঃ ২)।  মাইক্রোবায়োলজি ৫ (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১)। পিডিয়্যাট্রিক মেডিসিন ১৫৮ (অসং ৭৮, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১০, ওবিসি এ ১৭, ওবিসি বি ১২, শাঃপ্রঃ ৫)। অর্থোপেডিক সার্জারি ১০৫ (অসং ৫৩, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ৭, ওবিসি এ ১১, ওবিসি বি ৮, শাঃপ্রঃ ৪)। অঙ্কোলজি ১০ (অসং ৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি এ ১, ওবিসি বি ১, শাঃপ্রঃ ১)। রেডিওডায়াগ্নোসিস ১০৩ (অসং ৫৫, তঃজাঃ ২২, তঃউঃজাঃ ৬, ওবিসি এ ১০, ওবিসি বি ৭, শাঃপ্রঃ ৩)। সাইক্রিয়্যাট্রি ৩ (অসং ১, তঃজাঃ ১, ওবিসি বি ১)। মেডিকোলজিক্যাল ৩২ (অসং ১৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ২, ওবিসি এ ৩, ওবিসি বি ৩, শাঃপ্রঃ ১)।

যোগ্যতা ও বয়স: স্বীকৃত এমবিবিএস ডিগ্রি সহ সংশ্লিষ্ট শাখায় পিজি যোগ্যতা এবং দেশের যে-কোনো মেডিকেল কাউন্সিলে নাম রেজিস্টার্ড থাকা দরকার। বয়স হতে হবে ১-১-২০১৮ তারিখে ৪০-এর মধ্যে। বিশেষ যোগ্যতা ও অভিজ্ঞতার প্রার্থীরা বয়সে ২ বছরের ছাড় পেতে পারেন। রাজ্য সরকারের চাকরি করে থাকলে নিয়মিতরা ৫ বছর পর্যন্ত ও চুক্তিবদ্ধরা ৩ বছর পর্যন্ত বয়সে ছাড় পেতে পারেন। রাজ্যের তপশিলি প্রভৃতি প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সে ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে পরীক্ষা/ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদনের ফি: আবেদনের ফি ২১০ টাকা। দিতে হবে কেবলমাত্র নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, গভঃ রিসিট পোর্টাল সিস্টেমের সুবিধা সম্পন্ন যে-কোনো ব্যাঙ্কের কাউন্টার থেকে। বিস্তারিত জানা যাবে www.wbhrb.in ওয়েবসাইটে। রাজ্যের তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থিদের কোনো ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে ১৮ জুলাই রাত ৮টার মধ্যে, https://eadmission.net.in/recruitment/home/detail_view?id=16 লিঙ্কের মাধ্যমে।

সার্টিফিকেট, প্রমাণপত্র ইত্যাদি মিলিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের পর আইডি ও পাসওয়ার্ড পাবেন এসএমএস/ইমেলে। তারপর ব্যাঙ্কে টাকা জমা দিয়ে আবার ওই আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে আবেদনপত্রের ২য় পৃষ্ঠায় পেমেন্ট ভেরিফিকেশন করে বাকি অংশ পূরণ করবেন। সমস্ত প্রমাণপত্র (নাগরিকত্ব, বয়স, যোগ্যতা, মেডিকেল রেজিস্ট্রেশন, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট, প্রতিবন্ধকতা ইত্যাদির) মজুদ রাখবেন, চাওয়া হলে দাখিল করতে হবে।