ইন্ডিয়ান সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিস (প্রিলিঃ) ফল

744
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র সিভিল সার্ভিস ও ফরেস্ট সার্ভিস (প্রিলিম্নারি) পরীক্ষার ফল বেরিয়েছে। পরীক্ষা হয়েছিল গত ৩ জুন। সফল প্রার্থীদের মূল পর্বের পরীক্ষায় বসার জন্য আবার আবেদন করতে হবে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম (ডিএএফ)-এ।

সিভিল সার্ভিস (মেইন)-এর জন্য ডিএএফ পাওয়া যাবে ২৩ জুলাই থেকে ৬ আগস্ট সন্ধে ৬টা পর্যন্ত, এই লিঙ্কে: www.upsconline.nic.in

ওই সাইটে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপর ওই ফর্ম অনলাইনেই পূরণ করে অনলাইনেই সাবমিট করতে হবে। ফর্ম পূরণের নিয়ম-নির্দেশ ওই সাইটেই পাবেন। সিভিল সার্ভিস মেইন (সিএসএম) পরীক্ষা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে। সিভিল সার্ভিস (প্রিলি)-র ফল দেখতে পাবেন এই লিঙ্কে: https://upsconline.nic.in/CSP-2018-Engl-F.pdf

ফরেস্ট সার্ভিস (মেইন)-এর জন্য ডিএএফ পাওয়া যাবে ৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর সন্ধে ৬টা পর্যন্ত, এই লিঙ্কে: www.upsconline.nic.in

ওই সাইটে প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপর ওই ফর্ম অনলাইনেই পূরণ করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফি বাবদ টাকা দিয়ে অনলাইনেই সাবমিট করতে হবে। ফরেস্ট সার্ভিস মেইন পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে। ফরেস্ট সার্ভিস (প্রিলি)-র ফল দেখতে পাবেন এই লিঙ্কে: https://upsconline.nic.in/IFSP-2018-Engl-F.pdf