রেলে অ্যাসিঃ লোকো পাইলট, টেকনিশিয়ান আবেদনকারীদের জন্য দুই সহায়ক লিঙ্ক

592
0
Railway Apprentice 2023

রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট ও টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার জন্য (বিজ্ঞপ্তি নং (CEN) No.01/2018) অনলাইন আবেদন করেছেন কিন্তু হারিয়ে ফেলেছেন সেই আবেদনের রেজিস্ট্রেশন নম্বর তাঁরা সেই রেজিস্ট্রেশন নম্বর ফিরে পেতে পারেন সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিশেষ লিঙ্কের মাধ্যমে। নিজের জন্মতারিখ, ইমেল আইডি ও ওখানেই দেওয়া সিকিউরিটি কোড (ক্যাপচা) লিখে দিলে। প্রথমে http://www.rrbkolkata.gov.in-এর Click here to know your registration no লিঙ্কে ক্লিক করলে বিভিন্ন রাজ্যের লিঙ্কের পাতা খুলে যাবে। সেখানে নিজ রাজ্যের লিঙ্কে (যেমন পশ্চিম বঙ্গের প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল লিঙ্কে) ক্লিক করে চলে যাবেন পরের পাতায়, সেখানেই জন্মতারিখ ইত্যাদি জানালে পেয়ে যাবেন নিজের হারানো বা ভুলে যাওয়া রেজিস্ট্রেশন নম্বর। অথবা এরাজ্যের প্রার্থীরা সরাসরি চলে যেতে পারেন এই লিঙ্কে: http://rrb7.rly-rect-appn.in/alptech2017/forgot_registration.php?id=36

তাছাড়া কারও কোনো বিষয়ে কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন হেলপ ডেস্কে।

নিজের ইউজার আইডি, রেজিসড়েশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে এই লিঙ্কে: https://dc4-g22.digialm.com/EForms/configuredHtml/1907/57443/login.html