ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস মেইন পরীক্ষার ফল

496
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮ সালের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (মেইন) লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে। সফল প্রার্থীরা আগামী সেপ্টেম্বরে আরভমান ইন্টারভিউ/পার্সোন্যাল্টি টেস্টে বসার যোগ্যতা লাভ করেছেন। তার জন্য প্রথমে ইউপিএসসির ওয়েবসাইটে (http://www.upsc.gov.in) গিয়ে নাম লেখাতে হবে এবং প্রাসঙ্গিক প্রমাণপত্র সমূহের স্ক্যান করা কপি আপলোড করতে হবে, তারপর ৯ আগস্ট থেকে ২০ আগস্ট সন্ধে ৬টার মধ্যে আবার ওয়েবসাইটে গিয়ে ‘ডিটেল্ড অ্যাপ্লিকেশন ফর্ম’ পূরণ করতে হবে, পূরণ করার ও অনলাইনেই সাবমিট করার পদ্ধতি সাইটেই দেওয়া আছে। ইন্টারভিউ/পার্সোন্যাল্টি টেস্টের জন্য ই-সমন লেটার যথাসময়ে ইউপিএসসির ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। মেইন পরীক্ষার ফল দেখা যাবে ইউপিএসসির ওয়েবসাইটে বা সরাসরি এই লিঙ্কে: http://www.upsc.gov.in/sites/default/files/WR-ESEM2018-Eng.pdf