ডিএলএড দ্বিতীয় বর্ষের পরীক্ষার আবেদনে তিন ত্রুটি সংশোধনের সুযোগ

431
0
D.El.Ed Result, D.El.Ed Exam

রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত ডিএলএড (ওডিএল) সেকেন্ড টার্ম এন্ড পরীক্ষার জন্য যাঁরা আবেদন করেছেন কিন্তু ভুল ছবি বা সই আপলোড করেছেন কিংবা ভুল কম্পালসারি অপশনাল বিষয় নির্বাচন করেছেন তাঁরা যাতে ঠিক ছবি/সই আপলোড করতে পারেন বা ঠিক কম্পালসারি অপশনাল বিষয় নির্বাচন করতে পারেন সেই সুযোগ দেওয়া হচ্ছে। তবে এজন্য ঠিক ছবি/সই/ কম্পালসারি অপশনাল বিষয় সংক্রান্ত প্রমাণ অর্থাৎ মূল ছবি, সই (যাঁর ক্ষেত্রে যেমন প্রযোজ্য) সেটি/সেগুলি এবং তার ঠিকভাবে স্ক্যান করা সফট কপি, কম্পালসারি অপশনাল বিষয় নির্বাচনে ভুল হয়ে থাকলে সেই সংক্রান্ত কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে পর্ষদের অফিসে (Acharya Prafulla Bhavan, DK 7/1, Sector-II, Bidhannagar, Kolkata-700091) ৫ম তলে, ৮ থেকে ১৪ আগস্ট অফিসের কাজের সময়ের মধ্যে (বেলা ১১টা থেকে ৫-৩০)।

কেবল ওই ৩ ধরনের মধ্যে কোনো ভুল যাঁরা করেছেন বলে নিশ্চিত, তাঁরাই এই সংশোধনের সুযোগ পাবেন, অন্যদের আসার কোনো দরকার নেই। এই সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি (নং172/BPE/ODL/2018, Dated 06.08.2018) দেখা যাবে পর্ষদের ওয়েবসাইটে (http://www.wbbpe.org/), বা সরাসরি এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Not07082018.pdf