উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা ও আলিপুরদুয়ারের ৬ স্কুলে চাকরি

600
0
Teacher Recruitment

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড তপশিলি জাতি সহশিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ২২ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: মেম্বার সেক্রেটারি, বড়া জুনিয়র হাই স্কুল, পোঃ ছোট জাগুলিয়া, জেলা উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৯৪।
  2. ৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে সংস্কৃত সহ স্নাতক (স্নাতক স্তরে মোট ৫০ শতাংশ নম্বর থাকতে হবে) অসংরক্ষিত, ট্রেনিংপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, বিথারী কে পি হাই স্কুল, পোঃ বিথারী, উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৮৬।
দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ পর্যন্ত ফিজিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট, বিএড, অসংরক্ষিত শিক্ষক চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, মোহনপুর কে. কে. জি. সি. ইনস্টিটিউশন, পোঃ সাউথ মোহনপুর, দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৬১০।

উত্তর দিনাজপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ইংরেজিতে এমএ তপশিলি জাতি। ২) জিওগ্রাফিতে এমএ অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Headmaster, Kaliganj High School, PO Khunia, Uttar Dinajpur, Pin-733207.

মালদার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে চারজন মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস শারীরিক প্রতিবন্ধী। ২) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস ওবিসি এ। ৩) কম্বিনেশনে জিও সহ বিএ পাস, অসংরক্ষিত। ৪) কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস তপশিলি জাতি। সবক্ষেত্রেই বিএড থাকতে হবে। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, kaliachak Girls’ High School, PO Kaliachak, Dt Malda, Pin-732201.

আলিপুরদুয়ারের স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২২ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Raichenga Bidyaniketan High School, Vill+PO Raichenga, Dist Alipurduar.