কারেন্ট অ্যাফেয়ার্স ২০ আগস্ট ২০১৮

372
0
Current Affairs

জাতীয়

  • পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার শুনানি সমাপ্ত হল সুপ্রিম কোর্টে। তবে রায়দান স্থগিত রাখা হয়েছে এই মামলায়। ইতিমধ্যে ১৫১৫টি গ্রাম পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়েছে, সেখানে পঞ্চায়েত গঠন করার জন্য আদালতের রায়ের অপেক্ষা করা হচ্ছে।
  • বন্যা বিধ্বস্ত কেরালায় সমানেই চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। কেরলের প্রাকৃতিক বিপর্যয়কে ‘গুরুতর’ বলে ঘোষণা করল কেন্দ্র।
  • বিদ্যুতের খরচ কমাতে ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিতে ‘আলোশ্রী’ প্রকল্প চালু হয়েছে বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আন্তর্জাতিক

  • ৬৮ বছর পরে পুনর্মিলন হল। কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হওয়া পরিবারগুলিকে ফের দেখা করার প্রস্তাবে সায় দিয়েছিলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি যথাক্রমে কিম জং উন এবং মুন জায়ে ইন। উদ্যোগ নিয়েছিল রেডক্রস এবং কেবিএস। আবেদন জানিয়েছিলেন ৫৭ হাজার মানুষ। এদিন সাক্ষাতের সুযোগ পেলেন ৮৯টি পরিবারের লোকজন।
  • মহাকাশে ৪টি নতুন গ্যালাক্সির খোঁজ দিলেন মেক্সিকোর ডরাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেগ-১, বুটস-১, টুকানা ২ এবং উরসা মেয়র ১ নামে চিহ্নিত করা হল সেগুলি। এই গ্যালাক্সির বয়স অন্তত ১৩০০ কোটি বছর।
  • আফগানিস্তানের খান আবাদ জেলা থেকে ৩টি বাস অপহরণ করল তালিবান জঙ্গিরা। প্রায় ১৭০ জন যাত্রী আছেন সেখানে। এর মধ্যে ১৪৯ জনকে উদ্ধার করল আফগান বাহিনী। আফগান প্রশাসন ইদুজ্জোহা উপলক্ষে তালিবানদের সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল। যা ব্যর্থ হল।

খেলা

  • সিরিজের তৃতীয় টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল। ইংল্যান্ডকে ৫২৩ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত। এদিন টেন্টব্রিজে শতরান করলেন ভারতের বিরাট কোহলি (১০৩)। এটি তাঁর ২৩ তম টেস্ট শতরান। প্রথম ইনিংসে তিনি ৯৭ রান করেছিলেন। এদিন বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ২৩ রান। এদিন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অর্ধশতরান (৫২) করলেন।
  • ইতিহাস গড়লেন বিনেশ ফোগাট। তিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে কুস্তিতে এশিয়ান গেমসে সোনা জিতলেন। হরিয়ানার ২৩ বছরের এই কন্যা ৫০ কেজি বিভাগের ফাইনালে জাপানের ইউকি আইরিকে ৬-২ পয়েন্টে হারিয়ে সোনা জিতলেন। এদিন ১০মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো জিতলেন দীপক কুমার। শ্যুটিংয়েরই পুরুষদের ট্র্যাপ ইভেন্টে রুপো জিতলেন লক্ষ্য শেওরান। অন্যদিকে গত ২৮ বছরে এশিয়াডে প্রথম হার মানল ভারতীয় কবাডি দল। এদিন দক্ষিণ কোরিয়ার কারেছ ২৩-২৪ পয়েন্টে হারল তারা। এদিন সাক্ষী মালিক পরাস্ত হলেন। গ্রুপ লিগের হকিতে ভারত ১৭-০ গোলে হারাল ইন্দোনেশিয়াকে। পদকের তালিকায় ভারত এখন অষ্টম।
  • সিনসিনাটি মাস্টার্স চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। ফাইনালে তিনি হারালেন ৭ বারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে।

বিবিধ

  • শেয়ার সূচক সেনসেক্স ৩৮২৭৮.৭৫ পয়েন্ট এবং নিফটি ১১৫৫১.৭৫ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ল।
  • অবশেষে ত্রাণ প্রকল্প থেকে বেরিয়ে এল গ্রিস। দীর্ঘ ৯ বছর তারা ত্রাণ প্রকল্পের অধীনে ছিল। গ্রিসের মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে বাঁচাতে কড়া শর্তের বিনিময়ে ত্রাণ যুগিয়ে গেছে ইউরোপীয় ইউনিয়ন।
  • ভারতে পুরুষ ও মহিলা কর্মীদের মধ্যে বেতন বৈষম্য ভয়ঙ্কর। সামগ্রিক বেতনে শহরের থেকে অনেক পিছিয়ে আছে গ্রামাঞ্চল। এদিন আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রকাশিত একটি রিপোর্টে একথা জানান হল।
  • প্রয়াত হলেন মুম্বইয়ের অভিনেত্রী সুজাতা কুমার।