নৌবাহিনীতে ৫৩ এমটিএস

719
0
Indian Navy

ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড, ন্যাভাল বেস বিশাখাপত্তনমে ৫৩ জন মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: MTS(NI)/DR/1/2018.

শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা এ: মাল্টি টাস্কিং স্টাফ— এমটিএস (ড্রেসার): শূন্যপদ ২ (অসংরক্ষিত)। ক্রমিক সংখ্যা বি: এমটিএস (ধোবি): শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ১, ওবিসি ২)। ক্রমিক সংখ্যা সি: এমটিএস (মালি): শূনপদ ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি উপজাতি ৩, ওবিসি ৪)। ক্রমিক সংখ্যা ডি: এমটিএস (ওয়ার্ড সহায়িকা— মহিলা): শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৪, ওবিসি ৫)। ক্রমিক সংখ্যা ই: এমটিএস (ল্যাবরেটরি বেয়ারার): শূন্যপদ ১ (ওবিসি)। ক্রমিক সংখ্যা এফ: এমটিএস (মশালচি): শূন্যপদ ১ (অসংরক্ষিত)।

যোগ্যতা: ১) ম্যাট্রিকুলেশন, সঙ্গে ২) সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে।

বয়সসীমা: ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: মূল বেতন ১৮০০০-৫৬৯০০ টাকা। অন্যান্য ভাতাও আছে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স (২০ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড (২০ নম্বর), জেনারেল ইংলিশ (২০ নম্বর), সংশ্লিষ্ট ট্রেড সম্পর্কিত প্রশ্ন (৪০ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা। পরীক্ষা হবে বিশাখাপত্তনমে। সময়মতো www.indiannavy.nic ওয়েবসাইটে পরীক্ষার দিন ঘোষণা করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.indiannany.nic ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের স্ব-প্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। খামের উপর লিখতে হবে APPLICATION FOR THE POST ……………. AND CATEGORY …………… (SC/ST/OBC/UR). পূরণ করা আবেদনপত্র যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ রেজিস্টার্ড/ স্পিড পোস্টে পাঠাতে হবে ‘The Flag Officer Commanding-in-Chief (for CRC) Headquartes, Eastern Naval Command, Arjun Block, 2nd Floor, Naval Base, Visakhapatnam-530014’ ঠিকানায়, পৌঁছনো চাই ১৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৮। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।