কলেজে অধ্যাপনার জন্য সেট: অনলাইন আবেদন চলছে

2840
1
SET Exam

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য ২১তম সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট)-এর অনলাইন দরখাস্ত নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 21/SET/2018.  এই পরীক্ষা দিয়ে কেবল এরাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করা যাবে, অন্য রাজ্যে নয়। ২০০২ সালের ১ জুনের আগে সেট/স্লেট উত্তীর্ণ হয়ে থাকলে অবশ্য অন্যান্য রাজ্যেও আবেদন করা যায়।

পরীক্ষা হবে ৯ ডিসেম্বর, ২০১৮ তারিখে। অনলাইনে আবেদন করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। নিয়োগ হবে এইসব বিষয়ের জন্য (ব্র্যাকেটে কোড নম্বর জানানো হল): ইংরেজি (০১) বাংলা (০২) সংস্কৃত (০৩) হিন্দি (০৪) উর্দু (০৫) কমার্স (০৬) ইকোনমিক্স (০৭) হিস্ট্রি (০৮) ফিলোসফি (০৯) পলিটিক্যাল সায়েন্স (১০) এডুকেশন (১১) কেমিক্যাল সায়েন্সে (১২) জিওগ্রাফি (১৩) লাইফ সায়েন্সেস (১৪) ম্যাথমেটিক্যাল সায়েন্সেস (১৫) ফিজিক্যাল সায়েন্সেস (১৬) সোশিওলজি (১৭) সাইকোলজি (১৮) লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স (১৯) ফিজিক্যাল এডুকেশন (২০) ইলেক্ট্রনিক সায়েন্স (২১) কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস (২২) হোম সায়েন্স (২৩) সাঁওতালি (২৪) জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (২৫) অ্যান্থ্রোপলজি (২৬) আর্থ, অ্যাটমস্ফেরিক, ওশেনোগ্রাফি অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্সেস (২৭) মিউজিক (২৮) ল (২৯) নেপালি (৩০)।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে মোট ৫৫ শতাংশ (তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও নন-ক্রিমি লেয়ার ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ, পিএইচডি ডিগ্রিধারীরা ১৯ সেপ্টেম্বর ১৯৯১ সালের মধ্যে মাস্টার ডিগ্রি করে থাকলে (ফল যেদিনই বেরোক) তাঁদের ক্ষেত্রেও ৫০ শতাংশ) নম্বর বা সমতুল গ্রেড সহ মাস্টার ডিগ্রি/সমতুল। ম্যাথমেটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পিওর বা অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে মাস্টার ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। লাইফ সায়েন্সের ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স, বটানি, জুলজি, অ্যানিমাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফিজিওলজি বা অন্য কোনো সম্পৃক্ত বিষয়ে মাস্টার ডিগ্রি থাকা দরকার, লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে এমলিব/ এমলিস এবং ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এমপিএড ডিগ্রি থাকতে হবে। রূপান্তরকামীরাও তপশিলিরাও যোগ্যতামান ও ফি-র ক্ষেত্রে তপশিলিদের মতো ছাড় পাবেন।

মাস্টার ডিগ্রি স্তরে পাঠরতরাও আবেদন করতে পারবেন। তবে তাঁদের ক্ষেত্রে সেট-এর ফল প্রকাশের দুবছরের মধ্যে উল্লিখিত নম্বর সহ মাস্টার ডিগ্রি/সমতুল পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: সেট পরীক্ষায় বসার জন্য বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে চাকরিতে যোগদানের ক্ষেত্রে সরকারের বয়সের নিয়ম প্রযোজ্য।

পরীক্ষা পদ্ধতি: পরীক্ষা হবে ৯ ডিসেম্বর, ২০১৮ তারিখে। এইসব কেন্দ্রে (জেলা কোড সহ) ১. কলকাতা, ২. দক্ষিণ ২৪ পরগনা, ৩. উত্তর ২৪ পরগনা, ৪. হাওড়া, ৫. হুগলি, ৬. পূর্ব বর্ধমান, ৭. পশ্চিম বর্ধমান, ৮. বীরভূম, ৯. বাঁকুড়া, ১০. পুরুলিয়া, ১১. ঝাড়গ্রাম, ১২. পূর্ব মেদিনীপুর, ১৩. পশ্চিম মেদিনীপুর, ১৪. নদিয়া, ১৫. মুর্শিদাবাদ, ১৬. মালদা, ১৭. উত্তর দিনাজপুর, ১৮. দক্ষিণ দিনাজপুর, ১৯. জলপাইগুড়ি, ২০. আলিপুরদুয়ার, ২১. কোচবিহার, ২২. দার্জিলিং কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দুসপ্তাহ আগে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

দুই পেপারের মোট ৩০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পুরোটাই অবজেক্টিভ টাইপের। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। প্রথম পেপারের জন্য ৫০ প্রশ্ন, ১০০ নম্বর, বরাদ্দ সময় ১ ঘণ্টা। দ্বিতীয় পেপারের জন্য ১০০ প্রশ্ন, ২০০ নম্বর, সময় ২ ঘণ্টা মিনিট। সব প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার সিলেবাস ওয়েবসাইটে (www.wbcsconline.in) পাওয়া যাবে।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ১০০০ টাকা, ওবিসি (এনসিএল)-দের ৫০০ টাকা এবং তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। ব্যাঙ্ক চার্জ ও ট্র‌্যানজাকশন চার্জ অতিরিক্ত। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা নগদে ই-চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে www.wbcsconline.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন করার আগে নিজের সই ও পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখবেন। টুপি, কালো চশমা ইত্যাদি পরে ছবি তোলা যাবে না। অনলাইনে আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। ফি জমা দিতে হবে ২০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখের মধ্যে। আবেদনপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে। দরখাস্ত করার পর কোথাও কোনো হার্ড কপি বা প্রমাণপত্রাদি পাঠাতে হবে না, পরে চাওয়া হলে দাখিল করতে হবে। এগুলি হাতের কাছে নিয়ে দরখাস্ত করতে বসবেন, বানান, তথ্য ইত্যাদি মিলিয়ে নেবার জন্য।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে ওপরে বলা ওয়েবসাইটে।