কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ আগস্ট ২০১৮

739
0
Current Affairs 30 August

জাতীয়

  • কবি, সমাজকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ৫২ জন প্রাক্তন আমলা।
  • সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাকিল ইউসুফকে গ্রেপ্তার করল এনআইএ। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শের ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ল্যাব অ্যাসিস্ট্যান্ট শাকিল। হাওলার মাধ্যমে শাকিলের কাছে বিপুল অর্থ পৌঁছত যা জঙ্গিদের জন্য ব্যয় করা হত বলে অভিযোগ।
  • জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদেশ কুমারকে অপসারণের দাবি জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরকে খোলা চিঠি লিখলেন প্রতিষ্ঠানের ৯০ শতাংশের বেশি (২৭৯ জন) অধ্যাপক।

আন্তর্জাতিক

  • রাশিয়ার কাছ থেকে ভারত অস্ত্র কিনলে মার্কিন-ভারত সম্পর্কে তার প্রভাব পড়তে পারে। পেন্টাগনের এশিয়া বিষয়ক কর্তা র‍্যান্ডল স্ক্রিভার এই মন্তব্য করলেন। প্রসঙ্গত, রাশিয়া থেকে এস ৪০০ ক্ষেপণাস্ত্র সহ প্রচুর অস্ত্র ভারত কিনতে চলেছে।
  • ব্যয় সঙ্কোচের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও বিতর্কে জড়িয়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বানি গালার বাসভবন থেকে ১৫ কিমি দূরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিত্যদিন হেলিকপ্টারে চড়ে যাতায়াত করছেন। ওগুস্তা ওয়েস্টল্যান্ডের এডব্লু ১৩৯ হেলিকপ্টারে প্রতি যাতায়াতে ভারতীয় মুদ্রায় ৭৩৬৩৫ টাকা ব্যয় হচ্ছে। তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরি অবশ্য দাবি করেছেন, সড়কপথে ৫-৭টি গাড়ির কনভয় নিয়ে যাওয়ার থেকে এই যাত্রা অর্থসাশ্রয়ী।
  • কাঠমান্ডুতে বিমস্টেক সম্মেলনের অবসরে আলাদা বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলা

  • জাকার্তা এশিয়ান গেমসে এদিন দু্টি সোনার পদক জিতলেন ভারতের অ্যাথলিটরা। ৪০০ মিটার মহিলাদের রিলে দৌড়ে সোনা জিতল ভারত। এই দলে ছিলেন হিমা দাস, এম আর পুভাম্মা, সরিতা গায়কোয়াড় এবং ভি কে বিস্ময়া। ৪০০ মিটারে রুপোর পর এটি হিমার দ্বিতীয় পদক। ২০০২ থেকে এই ইভেন্টে ভারত পরপর ৫ বার সোনা জিতল। হিমা অসমের মেয়ে। ১৯৬৬ এশিয়াডে ৮০০ মিটারে ভোগেশ্বর বড়ুয়ার পর অসমের কোনো অ্যাথলিট এশিয়াডে সোনা জিতলেন। পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতলেন জিনসন জনসন।
  • এবার অ্যাথলেটিক্সে ৭টি সোনা সহ ১৯টি পদক জিতল ভারত। এদিন পুরুষদের হকির সেমিফাইনালে ভারত পেনাল্টি শ্যুট-অফে ৬-৭ গোলে মালয়েশিয়ার কাছে হারল।
  • সাদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৪৬ রান করল। জবাবে ভারতের বিনা উইকেটে ১৯।
  • উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মাদ্রিচ।
  • ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। তাঁকে হারালেন ফার্নান্দো ভার্দাসকো। মারে ২০১৫ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বিবিধ

  • ডলারের সাপেক্ষে টাকার দাম রেকর্ড নিচে নামল। এদিন তা হল ৭০.৭৪ টাকা প্রতি ডলার।
  • নতুন গাড়ি কেনার সময় ৩ বছরের থার্ড পার্টি বিমা এবং মোটর সাইকেলের ক্ষেত্রে ৫ বছরের থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক করা হল। ১ সেপ্টেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানাল বিমা নিয়ন্ত্রককারী সংস্থা আইআরডিএ।