কারেন্ট অ্যাফেয়ার্স ৮ সেপ্টেম্বর ২০১৮

715
0
Current Affairs 8 September 2018

জাতীয়

  • পশ্চিমবঙ্গের অশোকনগর কল্যাণগড় পৌরসভার বাইগাছিতে মাটির নিচে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে বলে এদিন আনুষ্ঠানিকভাবে জানাল ওএনজিসি।
  • কাঠুয়ার অনাথ আশ্রম থেকে ১৯টি বাচ্চাকে উদ্ধার করা হল। তারা অত্যাচারিত হয়েছে বলে অভিযোগ।

আন্তর্জাতিক

  • বিমস্টেকভুক্ত দেশগুলির সামরিক মহড়া থেকে সরে গেল অন্যতম সদস্য দেশ নেপাল। পুণেতে এটি হওয়ার কথা। প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি একথা জানালেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় নিজের বাড়িতেই বসেছিলেন কৃষ্ণাঙ্গ যুবক বোথাম সেম জেম (২৬)। সেখানে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করলেন এক মহিলা শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। তাঁর দাবি, তিনি নিজের বাড়ি ভেবে ভুল করে ওই বাড়িতে ঢুকে জেমকে সেখানে দেখে গুলি চালিয়ে দেন। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ছয় শতাধিক জনের মৃত্যু হয়েছে।

খেলা

  • ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও দেল পেত্রো। এদিন হাঁটুতে চোটের কারণে পেত্রোর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন রাফায়েল নাদাল। জোকোভিচ অন্য সেমিফাইনালে হারালেন কোই নিশিকোরিকে। ছেলেদের ডাবলস খেতাব জিতল মাইক ব্রায়ান-জ্যাক সক জুটি। মাইকের এটি অষ্টাদশ গ্র্যান্ডস্ল্যাম ডাবলস খেতাব। তিনি স্পর্শ করলেন জন নিউকাম্বের রেকর্ড।
  • ওভাল টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ৩৩২ রানে। জবাবে ভারত ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করল। প্রথম বিশ্বযুদ্ধে রয়্যাল ব্রিটিশ লিজিয়ঁ-তে অংশ নিয়ে শহিদ হওয়া ভারতীয় সেনাদের স্মরণ করলেন দুই অধিনায়ক জো রুট এবং বিরাট কোহলি।
  • দক্ষিণ কোরিয়ার চাংওনে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন অঙ্কুর মিত্তল। তিনি শ্যুটিংয়ের ডাবল ট্র্যাপ ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন।

বিবিধ

  • ম্যাকাও প্রজাতির শেষ জীবিত পুরুষ পাখি ‘ব্লু’-র মৃত্যু হল। এর ফলে এই প্রজাতিটি অবলুপ্ত হল। ‘বার্ড লাইফ ইন্টারন্যাশনাল’ এই তথ্য জানাল।
  • রাষ্ট্রায়ত্ত ইরকন ইন্টারন্যাশনাল সংস্থার ১০ শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকার বিক্রি করবে বলে জানাল। এটি ভারতীয় রেলের শাখা সংস্থা। এর মাধ্যমে ৪৬৭ কোটি টাকা তুলতে চায় কেন্দ্র।
  • স্বাধীনতার শতবর্ষ অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে দেশের সমস্ত গাড়িকে বিকল্প জ্বালানিতে চালানোর লক্ষ্যমাত্রা করার প্রস্তাব দিলেন নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমার।