কারেন্ট অ্যাফেয়ার্স ৯ সেপ্টেম্বর ২০১৮

642
0
Current Affairs 9 september 2018

জাতীয়

  • প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের জেল থেকে মু্ক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। রাজ্য মন্ত্রিসভা এদিন এই সিদ্ধান্ত নিয়ে তা পাঠাল রাজ্যপাল বনোসারিলাল পুরোহিতের কাছে। ওই বন্দিরা ২৭ বছর ধরে কারাগারে রয়েছে বলে মানবিক কারণে এই উদ্যোগ বলে রাজ্য সরকার জানিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াতা জয়ললিতা ২০১৪ সালে অনুরূপ উদ্যোগ নিয়েছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রও লাগবে।
  • কাশ্মীরে গত ২ বছরে সংঘর্ষে ৩৬০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানাল সিআরপিএফ।

আন্তর্জাতিক

  • ৭০ বছর পূর্তি হল উত্তর কোরিয়ার। রাজধানী পিয়ংইয়ংয়ে বিশেষ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি কিম জং উন। এই অনুষ্ঠানে কয়েকজন বিদেশি সাংবাদিকও উপস্থিত ছিলেন। তবে নজিরবিহীনভাবে কুচকাওয়াজে আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি।
  • জঙ্গিমুক্ত ইরাকের মসুল শহরে শুরু হল বইমেলা। পুরনো ছন্দে ফিরছে মসুল। এ প্রসঙ্গে মনে পড়ে যায় আরব দুনিয়ার একটি প্রবাদ-‘মিশর লেখে, লেবানন ছাপে, ইরাক সেই বই পড়ে।’
  • বিক্ষোভ দেখানো হল রাশিয়ার প্রায় সর্বত্র। পুরুষ ও মহিলা সরকারি কর্মীদের অবসরের বয়স যথাক্রমে ৬০ থেকে ৬৫ ও ৫৫ থেকে ৬০ বছর পর্যন্ত বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই আন্দোলন চলছে।

খেলা

  • জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন নোয়োমি ওসাকা। জাপানি বংশোদ্ভূত এই টেনিস খেলোয়াড়ের বয়স ২০ বছর। এদিন ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলসে তিনি স্ট্রেট সেটে (৬-২, ৬-৪) সেরিনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরিনা এদিন চেয়ার অ্যাম্পায়ার কার্লোস র‍্যামোস-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। শাস্তি হিসাবে একটি গেম ওসাকাকে দিয়ে দেন চেয়ার আম্পায়ার।
  • ওভাল টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ২৯২ রানে। অভিষেক টেস্টেই অর্ধশতরান করলেন হনুমা বিহারী (৫৬)। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর ব্যাট হাতেও অপরাজিত ৮৬ রান করলেন রবীন্দ্র জাদেজা। জবাবে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৪ রান করল।
  • হায়দরাবাদ ওপেনে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ভারতের সমীর বর্মা।
  • সাফ কাপে ভারত ২-০ গোলে মালদ্বীপকে হারাল। নিখিল পূজারী ও মনবীর সিং গোল দুটি করেন। সেমিফাইনালে পৌঁছল ভারত।

বিবিধ

  • ভারতের ডাক বিভাগ আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ বিমা ব্যবসায় পা রাখবে। এদিন একথা জানালেন যোগাযোগমন্ত্রী মনোজ সিনহা।
  • ২০১৬-র জানুয়ারি থেকে ২০১৮ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলটরা যে টাকা ওভার টাইম ভাতা বাবদ পেয়েছিলেন তা এখন বেতন থেকে কেটে নেওয়া হবে বলে জানাল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত জুলাই থেকে ওভারটাইম বন্ধ করা হয়েছে। আগের ওই ২৯ মাসে কোনো-কোনো পাইলট সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত ওভারটাইম ভাতা পেয়েছিলেন।