রেলের লোকো পাইলট, টেকনিশিয়ান আনসার-কি, অবজেকশানের সুযোগ

2623
0
Rail Assistant Loco Pilot Result, Rail Exam Result, Rail Asst Loco Pilot & Technician Result

রেলের বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2018 অনুযায়ী  অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের জন্য যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল, প্রকাশ করা হল তার আনসার-কি। পরীক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশান নম্বর ও ডেট অব বার্থ দিয়ে ঢুকে আনসার-কি চেক করে নিতে পারবেন।

আরও একটি সুবিধা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা প্রশ্ন এবং তাঁদের প্রদত্ত উত্তর মেলানোর পর কোনো অবজেকশন থাকলে সেটাও জানাতে পারবেন। আজ থেকে অর্থাৎ ১৪ স্পেটেম্বর থেকে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আনসার-কি সম্পর্কে এই অবজেকশন জানাতে পারবেন।

অবজেকশন জানানোর সম্বন্ধে রেলের কিছু নির্দেশিকা:

১) আপনি লগ ইন করার পর আপনার প্রশ্নপত্র যে কপি দেখানো হবে সেখানে সবুজ মার্ক করে সঠিক আনসার অপশন চিহ্নিত করা থাকবে।

২) প্রশ্নের ডানদিকে আপনি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নাকি দেননি এবং যদি উত্তর দিয়ে থাকেন তাহলে আপনার উত্তর কী ছিল সেটা দেওয়া থাকবে।

৩) এরপর সঠিক উত্তর সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকলে অবজেকশন জানাতে পারবেন। অবজেকশন জানানোর আগে নির্দেশিকা ভালো করে পড়ে নেবেন।

৪) অবজেকশন জানাতে হবে ইংরেজিতে। একবার অবজেকশন জমা পড়ে গেলে বদলানো বা এডিট করা যাবে না।

৫) অবজেকশন-এর জায়গায় একটি “রিমাকর্স” বলে কলাম থাকবে, সেখানে কেন অবজেকশন জানাচ্ছেন সেটার সঠিক ব্যাখ্যা দিতে হবে।  সঠিক ব্যাখ্যা না দেওয়া হলে আপনার অবজেকশন বাতিল করে দেওয়া হতে পারে।

 

 

 

Rail Assistant Loco Pilot Result, Rail Exam Result, Rail Asst Loco Pilot & Technician Result