কারেন্ট অ্যাফেয়ার্স ২১ সেপ্টেম্বর ২০১৮

394
0
Current Affairs 21 September 2018

জাতীয়

  • জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ৩ জন পুলিশকর্মীকে হত্যা করল জঙ্গিরা। হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর জঙ্গিরা কয়েকদিন ধরেই উপত্যকায় ‘ইস্তফা দাও নয় মরো’ স্লোগান দিয়ে প্রচার চালাচ্ছে। এদিনের ঘটনার দায় স্বীকার করেছে ওই গোষ্ঠীই।
  • জলন্ধরের যাজক ফ্র্যাঙ্কো মুলাক্কলকে কেরলের কোচি থেকে গ্রেপ্তার করল পুলিশ। একজন সন্যাসিনীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই প্রথম কোনো ভারতীয় ক্যাথলিক ধর্মযাজককে অনুরূপ অভিযোগে গ্রেপ্তার করা হল।
  • রাফাল চুক্তিতে অনিল আম্বানির রিলায়্যান্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজকে মনোনীত করতে ফরাসি সরকারকে মোদী সরকার অনুরোধ করেছিল বলে এক সাক্ষাৎকারে দাবি করলেন ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলঁদ।

আন্তর্জাতিক

  • রাশিয়ার কাছ থেকে ‘সুখোই এস ইউ ৩৫’ যুদ্ধবিমান এবং মাটি থেকে ‘আকাশ এস ৪০০’ ক্ষেপণাস্ত্র কেনার জন্য চিনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়াকে শাস্তি দেওয়ার লক্ষ্যে তারা এই প্রথম তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গে শুয়াং বলেছেন, ‘এই সিন্ধান্ত আন্তর্জাতিক সম্পর্কের মূল নিয়মকানুনকেই লঙ্ঘন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ভুল শুধরে নিতে অনুরোধ করা হচ্ছে। না হলে পরিণতি ভালো হবে না।’
  • দক্ষিণ তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে মৃত্যু হল শতাধিক যাত্রীর।
  • চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরে সৌদি আরবকে তৃতীয় পক্ষ হওয়ার আবেদন জানালেন পাক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী।

খেলা

  • দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারত ৭ উইকেটে হারাল বাংলাদেশকে। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলেন রবীন্দ্র জাদেজা। শতরান করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (৮৩ বলে অপরাজিত ১০৪)।
  • চিন ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত।

বিবিধ

  • ৫৫ হাজার ভুয়ো সংস্থার নথিভুক্তি বাতিল করল কেন্দ্র। কর ফাঁকি দিতে ওই সব সংস্থা গড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ২.২৬ লক্ষ সংস্থার নথিভুক্তি বাতিল করা হয়েছিল।
  • কয়েক ঘণ্টায় শেয়ার সূচক সেনসেক্সের পতন হল ১১২৮ পয়েন্ট। সারাদিনে ১৫০০ পয়েন্ট ওঠানামা করল সেনসেক্স। শেষপর্যন্ত সেনসেক্স গতদিনের থেকে ২৭৯.৬২ পয়েন্ট কমে হল ৩৬৮৪১.৬০ পয়েন্ট।
  • ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে বিশেষ প্রদর্শনের আমন্ত্রণ পেল তবরেজ নুরানি পরিচালিত ছবি ‘লাভ সোনিয়া’।